
যারা স্কুলে সায়েন্স বিভাগে ভর্তি হয়, তারা পদার্থ বিজ্ঞানে নিউটনের গতিসুত্র পড়ে; এই চ্যাপটার পড়ানোর সময় শিক্ষক সব সময় অগ্রিম বলে দেয় যে, নিটনের ২য় সুত্রের প্রমাণ করার অংকটা পরীক্ষায় আসবে। কিন্তু পরীক্ষায় কমপক্ষে ৫০ ভাগ ছেলেমেয়ে ইহা ঠিকভাবে লিখতে ব্যর্থ হয়। ইহা ৬/৭ লাইনের অংক ও ৫ লাইনের ব্যাখ্যা; এই ব্যর্থতার কারণ কি?
সায়েন্সের ছাত্ররা সবাই ইহা জানার কথা; কেন শতকরা ৫০ জনের মতো ছাত্র ইহা পারে না? যারা ইহা ২ বছর পড়েও বুঝে না, তারা কি করে বুঝবে যে, ১৯৭৫ সালে কি কারণে শেখকে কারা হত্যা করলো?
ব্লগের ৩০ জন ব্লগার শুনেছেন যে, ট্রাম্প বিশ্বের সব দেশের আমারিকায় রপ্তানী দ্রব্যের উপর ভয়ংকর উঁচু হারে শুল্ক আরোপ করেছে; ইহা নিয়ে সামুতে অনেক পোষ্ট এসেছে। প্রায় প্রতিটি পোষ্ট এই ঘটনাকে সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে; ব্যাপারটা কি?
সামুতে পরিচিত ব্লগারদের মাঝে রাজনীতিতে মাষ্টার্স-করা মাত্র ১ জন ব্লগার আছেন; উনার রাজনৈতিক পোষ্ট আপনাদের কাছে কেমন লাগে? আমি দেখেছি যে, উনি কোন কিছুই সঠিকভাবে বুঝেন না ও সঠিকভাবে লিখতে পারেন না।
ব্লগে এখন যেই কয়েকজন শক্তিশালী ব্লগার আছেন তাঁদের মাঝে 'নতুন নকিব' সাহেব বেশ পরিচিত; উনার পোষ্ট পড়ে কোন কোন বিষয়ের উপর উনাকে বিজ্ঞ বলে মনে হয়? উনি যদি ট্রাম্পের শুল্ক বৃদ্ধি সমস্যা ব্যাখ্যা করেন, সেই পোষ্টের অবস্হা কেমন হতে পারে?
আমাদের আরেকজন ব্লগার আছেন, যাঁকে আমরা সবাই ভালোবাসি; তিনি নানির বাড়ীর টিউবওয়েলে গোসল নিয়ে সম্প্রতি পোষ্ট দিয়েছেন; ইহা পড়ে আমি আনন্দিত হয়েছি; কিন্তু আমি চাই না যে, উনি আমাদের "৩৬শে জুলাই স্বাধীনতা নিয়ে লিখুক"; তা'হলে ইহা পড়া কষ্টকর হয়ে যাবে।
আপনারা চাইলে, আপনাদের ৩০ জনের পোষ্ট সম্পর্কে আমি লিখবো।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০২৫ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



