
'মার্চ ফর গাজা' গাজাকে কোনভাবে সাহায্য করবে না, বরং বাংলাদেশ জংগীদের আবাসস্হল হিসাবে পরিগণিত হবে ইসরায়েলীদের কাছে; কারণ, এই মার্চে যারা নেতৃত্ব দিচ্ছে তারা জামাত-শিবির, হেফাজত, এনসিপি ও বিএনপি'র লোকজন, যারা ইসরায়েলকে অবৈধ দেশ বলে থাকে ও ইসরায়েলের ধ্ংস কামনা করে।
দরকার ছিলো, এমন লোকজনের নেতৃত্ব, যারা ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয় ও ফিলিস্তিনে ২ দেশ সমাধানে বিশ্বাস করে।
ইয়াসির আরাফাত যেখানে ১৯৯৩ সালে ইসরায়েলকে স্বীকার করে ২ দেশ সমাধানে বিশ্বাস করে চুক্তি করেছিলো, তখনো কোন আরব, পাকিস্তানী ও বাংলাদেশীরা ইসরায়েলকে মেনে নেয়নি। ফলে, মার্চ ফর গাজা কাজ করবে না। এসব কি জামাত-শিবির, হেফাজত ও বিএনপি বুঝে না? অবশ্যই বুঝে! তা'হলে তারা এখন ৩৫০০ মাইল দুর থেকে মার্চ করে কোন দিকে যাচ্ছে? তারা সম্প্রতি বাংলাদেশ দখল করেছে; তারা বাংলাদেশে নিজেদের শক্তি বাড়ানোর জন্য এসব কিছুর আয়োজন করছে।
বাংলাদেশে কোটী লোকের মার্চের থেকে আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির ১ হাজার ছেলেমেয়ের অবস্হান প্রতিবাদ ছিলো অনেক শক্তিশালী; কিন্তু মাত্র হামাসের প্রতি সাপোর্ট দেখায়ে ২/১টি বাক্য লেখায়, পুরো আন্দোলন মাটি হয়ে গেছে, কয়েক'শ ছাত্র আমেরিকা থেকে পালিয়ে গেছে ও শ'খানেক গ্রেফতার হয়েছে।
ইয়েমেন, সিরিয়া ও লেবাননের লোকেরা মার্চ করছে না, ওরা আসলে ফিলিস্তিনের পক্ষে আজীবনের যুদ্ধে লিপ্ত; ওদের এই যুদ্ধের ফলাফল সব সময় ফিলিস্তিনের ক্ষতি করেছে; কারণ, যোদ্ধারা ফিলিস্তিনের মুক্তির সাথে ইসরায়েলের ধ্ংস চেয়ে আসছে।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



