
ঢাকায় "মার্চ ফর গাজা" হয়েছে, মানুষ গাজার মানুষের কষ্টের অবসান চায়! কিন্তু এদের চাওয়া পাওয়ার কোন মুল্য আছে? এরা বিশ্বাস করে যে, ইসরায়েল, আমেরিকা ও ইউরোপ এদের কথার মুল্য দেয়? আমার মনে হয় না।
গতকাল, আমাদের ব্লগার জুল ভার্ণ গাজাবাসীর পক্ষে হয়ে, জাতি সংঘ, মুসলিম উম্মাহ, ইত্যাদিকে লক্ষ্য করে ১টি ভয়ংকর শক্তিশালী পোষ্ট দিয়েছেন; ৪ জন ব্লগার মন্তব্য করেছেন; কিন্তু আমি মন্তব্য করিনি। এই ধরণের লেখা যদি ফিলিস্তিনীরা লিখতে জানতো, ১৯৬০ সালের আগেই ফিলিস্তিন মুক্ত হয়ে যেতো।
কিন্তু সমস্যা হচ্ছে, জুল ভার্ণ নিজের লেখাকে নিজেই বিশ্বাস করেন না। উনার পোষ্টে ১ জন মন্তব্য করেছেন এইভাবে:
ফয়েজ উল্লাহ রবি বলেছেন: সবার আগে এই গণহত্যা বন্ধ করতে হবে।
এই মন্তব্যের ঊত্তর দিয়েছেন জুল ভার্ণ এইভাবে:
লেখক বলেছেন: কে করবে? আমাদের প্রতিবাদ ওরা থোড়াই কেয়ার করে!
জুলভার্ণ বিরাট পোষ্ট দিয়েছেন; কিন্তু উনি জানেন যে, ওরা এসবের কোন দাম দিবে না; ইহাই সঠিক; কারণ, আমাদের মানুষের ও জাতির যেই প্রোফাইল, আমেরিকা, ইসরায়েল বা ইউরোপ আমাদের জাতির কথার মুল্য দেয় না।
বুঝতেই পারছেন যে, আমাদের মার্চ, পার্চ এইসবের মুল্য নেই; কারণ, বিশ্বের আধুনিক মানুষ মনে করেন যে, আমাদের কথাগুলো সঠিক নয়; আমাদের কথার কোন মুল্য নেই!
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



