
ব্লগার মহাজাগতিক রাজনৈতিক পোষ্ট লিখলে, তিনি ওখানে আমাকে টানেন অনেক সময়; কিন্তু আমার কমেন্ট করার ক্ষমতা না থাকাতে আমি উনার সাথে আলচনার সুযোগ পাই না। আজকে তিনি নিজের পোষ্টে আমার অবস্হান নিয়ে কিছু ব্যাখ্যা করেছেন, যার কিছু কিছু অংশ পুরোপুরি সঠিক নয়।
ব্লগের ৩০ জন ব্লগারের মাঝে মহাজাগতিক চিন্তা গ্রহনযোগ্য ব্লগারদের একজন; পাঠকহীন ব্লগে উনি সব সময় কিছু পাঠক পেয়ে আসছেন। আমার কাছে উনার মুল পরিচয় কম্প্যুটার ইনষ্ট্রাকটর, এটাই উনার পেশা; এর বাইরে তিনি কবি; ব্লগে উনার কবিতাই এখন বেশী পাঠক পেয়ে থাকে। এর বাইরে তিনি ইসলামিক স্কলার। তারপর, তিনি রাজনৈতিক বিষয়ের উপর লেখক।
আমরা স্বাধীন হওয়ার সময়, পাকিস্তান ছিলো আমেরিকা-ভক্ত দেশ; আমেরিকা চাহেনী যে বাংলাদেশ আলাদা হোক! আমেরিকার এই অবস্হান আমাদের নিজস্ব ২০/২৫ ভাগ স্বাধীনতা-বিরোধীদের সাথে মিলে গিয়েছিলো তখন।
শেখ ছিলেন জাতীয় নেতা, সৎ মানুষ; কিন্তু তিনি নতুন স্বাধীনতা-প্রাপ্ত জাতিকে সঠিকভাবে গঠন করতে পারছিলেন না; তিনি বিবিধভাবে চেষ্টা করে, অবশেষে "সীমিত সোস্যালিজমের" মাধ্যমে জাতিকে উন্নত করার পদক্ষেপ নেন। উনার ভাবনায় "সোস্যালিজম" থাকায়, আমেরিকা ও পাকিস্তান মিলে, আমাদের সেনাবাহিনীর জেনারেলদের ও কিছু নীচু পদবীর অফিসারকে কিনে, শেখকে হত্যা করে।
জাতি কক্ষচ্যুত হয়ে যায়; জাতি আজো সেটা থেকেে বের হতে পারেনি।
এবার আবারো আমেরিকা আঘাত হেনেছে; এবার তারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটি বর্ণাঢ্য ক্যু করে, যা জাতির ৯৮ ভাগ মানুষ বুঝতে পারেনি; আমাদের মানুষেরা ও আমেরিকার ভাড়া-করা জল্লাদেরা ইহার নাম দিয়েছে, "৩৬ শে জুলাইর স্বাধীনতা"।
আমেরিকা আমাদের ও পাকিস্তানের মানুষের ভয়ংকর ক্ষতি করে চলেছে; কিন্তু এই ২ জাতির মানুষের রাজনৈতিক জ্ঞান না'থাকায় তারা এগুলোকে "বিপ্লব", আন্দোলন নাম দিয়ে আনন্দের সাথে পালন করে যাচ্ছে।
আমাদের ব্লগার মহাজাগতিকও আমেরিকার-করা এসব ক্যু'কে বিপ্লব ভেবে আনন্দিত। তিনি বলেছেন যে, আমেরিকা ক্যু'তে বাংলাদেশের মানুষ খুশী। তা ঠিক, আই্য়ুব, জিয়া, এরশাদ ও এবারের ক্যু'তে আামাদের লোকজনের বড় অংশ খুশী হয়েছেন; কারণ, শিক্ষার অভাবে আমাদের মানুষেরা সঠিকভাবে কোন কিছুই বুঝেন না।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



