
অনেক মানুষ নিজকে "মুক্তিযোদ্ধা" হিসেবে সব যায়গায় পরিচয় দেন; যদিও এদের মাঝে ৭ জনে ৫ জনই ভুয়া, ব্লগেও ভুয়া সমস্যা ছিলো ও আছে। সামুতে হয়তো ২/৩ লাখ পোষ্ট এসেছে মুক্তিযোদ্ধাদের নিয়ে! এখন মুক্তিযোদ্ধাদের নিয়ে পোষ্ট এলে, অনেক সময় ১টি মন্তব্যও পড়ে না।
আপনার জীবনে কোন ১ জনকে চিনেন কিনা, যেজন নিজকে "রাজাকার" হিসেবে পরিচয় দিয়েছে? দেয়নি; কারণ, তারা নরঘাতক, খুনী। কিন্তু ওরা আছে আমাদের সমাজে; ওদের উত্তরসুরীরা আছে ! ওদের রাজনৈতিক দল: জামাত, শিবির ও এনসিপি আছে; এখন তারা আমাদের দেশ দখল করেছে আমেরিকার ক্যু'তে ভাড়াটে খেটে।
রাজাকরেরা ১৯৭১ সালে বাংলাদেশে কি করেছে তা শুনেছেন; সেটাকে আপনি যদি হেলায় উড়িয়ে দেন, আপনার নিজের মাঝেও সমস্যা আছে! ব্লগে, জামাতী ও শিবিরের একজন ব্লগার "রাজাকারদের" নিয়ে ১টি পোষ্ট দিয়েছে কখনো? দেয়নি! কেন দিতে পারেনি? কারণ, রাজাকারদের ক্রাইমের কথা লিখলে ও মানুষ সেটাকে অনুধাবন করলে আজকের জামাত ও শিরির ও এনসিপি বাংলাদেশে থাকার কথা নয়।
শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার দরকার ছিলো; এবং সেটা করার দরকার ছিলো স্বাধীনতাকামীদের পক্ষ থেকে। স্বাধীনতাকামীরা সেটা না করাতে, কাজটা করেছে আমেরিকা। আমেরিকা সেটার জন্য ক্যু করাতে আমাদের দেশ আবারো ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, দেশ চলে গেছে স্বাধীনতা-বিরোধীদের হাতে।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



