
সামুর বর্তমান ৩০ জন ব্লগারের মাঝে ৭/৮ জন কবি আছেন, বেশীরভাগই কাউয়ার পা ও বকের ঠ্যাং লিখেন; এর বাহিরে ২২/২৩ জন সমসাময়িক ঘটনাপ্রবাহ ও দেশের বর্তমান অবস্হা নিয়ে লিখছেন, ব্লগিং করছেন। এঁদের মাঝে স্বাধীনতাকামীদের পক্ষে লিখছেন ২/৩ জন, বাকীরা বিএনপি ও ইসলামী সংস্কৃতির হয়ে লিখছেন।
আমার ধারণা, বিএনপি করেছিলেন জেনারেল জিয়া, বিএনপি উনার সাথে কবরে চলে গেছে; রয়ে গেছে সাইনবোর্ডধারী বেনিফিসিয়ারীরা; জিয়া ছিলেন মিলিটারী অফিসার, চমকি একটি নাম দিয়েছিলেন নিজের দলকে; কিন্তু প্রশাসন চালায়েছিলেন আইয়ুবের মতো করে। দলকে উনি মনে করতেন ভেঁড়ার পাল; ভেঁড়ার পাল মালিকের পেছনে থেকে মালিককে অনুসরণ করে। মালিক নেই, ভেঁড়ার পাল কার কেহ জানে না।
জামত-শিবিরের রাজনতিক ইতিহাস হলে সন্ত্রাস ও গণহত্যা চালানো ও পরে ফাঁসিতে ঝুলা। জামাতের সব আমীরের ফাঁসি হয়েছে কিংবা জেল হয়েছে, বাকীগুলোরও হবে।
দেশ ও জাতির হয়ে কে লিখছেন?
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



