প্রতিদিন ভাবনা কত, দিনরাত; এ নিয়ে ও নিয়ে, কখনো ছন্দযোগ, কখনো নিরেট ব্যাকরন।ভাবনা এসে পাশে বসে ছায়া হয়ে হাটে, দিনযাপনের অষ্টপ্রহর ভাবনায় বসবাস। ভাবনার আদরে স্নান, ভাবনার চোখ রাঙ্গানোয় নির্ঘুম।তাই বুঝি আঁকি-বুকি অত কাগজের আঙ্গিনায়। সরল ঋজু জ্যামিতিক হাজারো ভঙ্গিমায় সরব সজল কিংবা হাস্যোজ্জ্বল উপস্হিতি। কখনো আদরে নোট বইয়ের ভাঁজে ভাঁজে ঘুম পাড়িয়ে রাখা, কখনো প্রহর পরিক্রমার ঘর্ষনে গর্জনে ছড়াতে থাকে এ ধারে ও ধারে নিরোপায় স্ফুলিঙ্গের মতো।
এক কাজ করুন, ভাবনার সব স্ফুলিঙ্গ গুলো ধরে বেঁধে কবিতা কি গল্প কি প্রবন্ধ কি ছড়া কিংবা কোন পূ্র্বমিত শ্রেনীতেই পড়ে না এমন বাঁধনে বেঁধে আমাদেরকে পাঠিয়ে দিন। ‘খেরোপাতা’র পত্রপল্লবে উঠোনে চৌহদ্দীতে, খেরো ভাবনার শতেক আলোকচ্ছটা জ্বালিয়ে, সবাইকে দেখাই, সবাইকে দেখাবো আমরা।
ন্যাকামো বাদ দিয়ে বলি সাহিত্য এবং শুধু সাহিত্য দিয়ে সাজানো আমাদের মুখপত্র ‘খেরোপাতা’য় আপনাদের লিখা চাই। ভাল থাকুন, সাথে থাকুন।
•লিখা অবশ্যই ১৫ জুন, ২০০৯ এর মধ্যে পাঠাবেন
ই-মেইলে লেখা পাঠানোর ঠিকানা: [email protected]
লেখা ডাকে পাঠানোর ঠিকানা:
KHERO PATA
20 Fothergill Close
London E13 0LJ.
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



