একদিন,
শখের লাল-সবুজ ঘুড়িটা কিনতে পারিনি
গল্পটা এখন, ত্রিশ বছরের পুরানো।
আজও,
পথের ধারে জানলার কাঁচে
যখন হাসে পড়ন্ত বিকেলের রোদ
একদল বালক ঘুড়ি উড়ায় দিক্বিদিক।
হটাৎ,
চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে
অচেনা মনে হয় চেনাপথ, ঘাস ফড়িং, বিকেলের সোনা-রোদ।
(১৭/০৪/২০০৯)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


