অল্প দিন হয় ব্লগে লিখতেসি।সেই মানের ব্লগার হয়ে উঠিনাই,এটাও মানি।সাধারন আর অসাধারন ,এই স্টেজ গুলো বুঝতেই যেন দেরী হলো। সেইফ না হলে সেই লেখাটা প্রথম পাতাতে আসেনা। এটা এখন জানি।এই কারনেই আমার লেখা হোক না যা-তা , কিন্তু কেউ পড়তে পারেনা। এত শত ব্লগ থেকে কেইবা আমাকে খুজে বের করবে। কেউ কিছু বলেনা , আমি আরো লেখার আগ্রহ পাইনা। ভালো লাগা নিয়ে ব্লগ লিখতে শুরু করেছিলাম। সেটায় যেন ভাটা পড়ছে। কেউ লেখাগুলো পড়ে কিছু যদি নাইবা বলল ,কিকরে আরেকটা কিছু লিখি ?পাঠকের ভালবাসা এমন জিনিস ই।
সেটা আমি পাইনা ।
আমি সাধারণ ব্লগলেখক ই কিন্তু! অসাধারণ নাইবা হলাম।
কিন্তু সবাই যেন প্রথম পাতায় আমার লেখাটা দেখে ,সেটা আশা করতে কি পারিনা ?
কেউ সামান্য ভাল লাগলেও যেন তার ভালবাসাটা জানাতে পারে। খারাপ লাগলে তাও যেন জানাতে পারে।
আমি হয়তো জানিনা নিয়ম,কি করলে সেইফ ব্লগার হতে পারব। তাইলে লেখা প্রথম পাতাতে যাবে ?নির্দিষ্ট পোস্ট করলে ভেবেছিলাম হবে। কিন্তু দেখেছি , অনেকের অল্প কয়টা পোস্ট,কিন্তু সেটা প্রথম পাতায় এসেছে!
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



