"আর" টিভিতে খবর দেখছিলাম। জানিনা আমার কথাগুলা রাজনৈতিক ভাব্বেন কিনা, কিন্তু আমি অন্য একটা বেপার বলতে চাচ্ছি।
দক্ষিনখানের কোন এক বাচ্চাদের স্কুলে আজকে বার্ষিক পুরষ্কার বিতরণী ছিল। খুব ই ভাল খবর।
স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে প্রধান অতিথী। সেটাও খুব ই ভাল বিষয়।
তিনি বাচ্চাদের হাতে কাচের প্লেট বাটি পুরষ্কার হিসেবে তুলে দিচ্ছেন। বেশ ভাল দৃশ্য।নিতান্তই শিশু শিক্ষার্থী।
সামনে দর্শক সারিতে আরো শিক্ষার্থীরা। সাথে মায়েরাও আছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বকব্য কিছুটা প্রচার করা হলো।
-দেশে জঙ্গীবাদ মাথা চারা দিয়ে উঠছে, সন্ত্রাসীরা মাথা চারা দিয়ে উঠেছে। "চুরাচালানীরা" মাথা চারা দিয়ে উঠেছে। প্রধান্মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এই সরকার সব কিছু মোকাবেলা করবে...... এই সরকার ...... করবে...... সব ষড়যন্ত্র মোকাবেলা করে ......-
আরো সরকারের কিছু রাজনৈতিক কথা বার্তা... ব্লা ব্লা ব্লা
এটা ছিল একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক অনুষ্ঠান। সামনে শিশু কিশোর কিশোরীরাই বসে ছিল মূলত। তাদের জন্য দুটো ভাল কথা হয়তো বলেছেন দয়া করে, টিভিতে দেখানো হয়নি হয়তোবা। তবে যেটুকু শুনেছি , যেভাবে সেগুলো বলা হচ্ছিলো... তা কোন শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরের আচার- আচরণ নয়। আমার কাছে লাগেনি।
আমরা কখনোই সামনে যাবোনা। আমরা সব সময় পেছনেই যেতে থাকবো। কারন আমাদের বিচারিক ক্ষমতা হয় গড়ে ওঠেনি। অথবা হারিয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



