চোরের শাস্তি হাত কাটা...... শরীয়ত নাকি এটাই বলে... কিন্তু কেউ কি ঘেটে দেখেছে আসোলে কি বলা আছে , কি বলা হয়েছিল , কি করা হয়েছিল ???
দারিদ্রতার কারনে চুরি করে ধরা পরলে রাস্ট্র তাকে শাস্তি না দিয়ে দারিদ্র বিমোচন করবে, ঊমার এর সময় এটাই হয়েছিল।
আব্দুল্লাহ ইবনে মাসুদ ( রাঃ ) একবার বাজারে গিয়ে কিছু একটা কিনতে গিয়ে দেখেন , টাকার থলেটি সাথে নেই।
সাথের লোকজন হই চই করে উঠসিলো, কে চুরি করেছে এমন একজন ভাল মানুষের থলে, কত্ত বড় সাহস !! এই সেই .. আব্দুল্লাহ সবাইকে থামিয়ে দিয়ে দোয়া করলেন "হে আল্লাহ ,ওই লোকটি যদি আসলেই দরিদ্র একজন হয়ে থাকে , তাহলে আমার অর্থসাহায্যে তাকে সচ্ছলতা দাও। আর যদি এটা এমনি এমনি চুরি করা হয় , তবে এটাই যেন তার জীবনের শেষ চুরি হয়"।
ইসলাম এটাই। এটাই ইসলাম। কোন ধর্ম নয় বরং একটা পারফেক্ট জীবন ব্যাবস্থা।
ঘনাদার লিঙ্ক থেকে যেই ব্লগ এ গেলাম...... সাইকো ব্লগ!
লিঙ্ক দিবোনা। আমার ব্লগ অপবিত্র হইবে। কি দরকার।
ঘনাদা আপনে সৌদিয়ারব কে ইসলামী রাস্ট্রের মডেল না ভেবে উমার কিংবা আবু বকরের কিংবা উমার ইবনে আব্দুল আযিয এর শাসন ব্যাবস্থা দেখেন। তাইলে ভালো বুঝতে পারবেন।
আপনার জন্য শুভকামনা থাকলো ঘনাদা। আপনার মস্তিষ্ক আলোকপ্রাপ্ত হউক। আমি অন্যদের মত গালি দেইনাই, দিবো ও না ...... কারণ আমার আল্লাহ এটা করতে নিষেধ করেছেন। আমার রাসুল (সাঃ ) ও এটা করেন নাই। উনি হাজারো নির্যাতন সহ্য করেছেন। কিন্তু কাউকে গালি দেন্নাই , অভিসম্পাত করেননাই, বরং হেদায়াতের জন্য দোয়া করেছেন।
আমি রাসুলের ছায়ারো যোগ্য না, কিন্তু তার উম্মত তো! আমিও তাই আপনার হেদায়াতের জন্য রাব্বুল আলামীনের কাছে দোয়া করতেসি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



