রেডিও শোনার সুবাদে কি পরিমান রিমিক্স শুনতে হয় , বলার মতনা। এই মাত্র হাসন রাজার সেই অসাধারণ গানগুলোর একটা "নেশা লাগিলোরে " এর রিমিক্স শুনে মনটা ভেঙ্গে গেলো! একি ???
এই কি ছিল লালন , হাসন রাজা , আবদুল আলিম এর গান গুলোর আবেদন ? র্যাপ , বাজে উচ্চারণে গানের কথা বলা , ব্যাকগ্রাউন্ড মিউসিকের দৈন্যতা...... সব শেষ করে দিচ্ছে গান গুলো! এক সময় প্রকৃত গানগুলো তো আর নতুন রা শুনবেইনা ! আমি মাত্র যেটা শুনলাম , সত্যি বুকটা ভেঙ্গে গেছে !
মন্ত্রনালয়ের কোন নীতিমালা নেই ? নাকি এমন পরিবর্তনটাই স্বাভাবিক ?
আমি বুঝছিনা। আমার অনেক খারাপ লেগেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



