আমি সপ্ন দেখতে যেমন ভালবাসি,সপ্নটাকে বাস্তব রুপে দেখতে তার চেয়েও অনেক বেসী ভালবাসি। রাজশাহী কে নিয়ে আমর সপ্নটা অনেক বেসী। রাজশাহী এমন একটা নগরী যার অনেক সাম্ভবনা থাকা সত্তেও কখনো তা প্রসফুটিত হয় নাই। রাজশাহী কে আইটি নগরী হিসাবে ভাবতে সুরু করেছি সেদিন থেকে যেদিন থেকে বাঙ্গালোর কে দেখেছি আইটি নাগরী হিসাবে।
আজ সেই সপ্নটা মনে হয় বাস্তবে রুপ নিতে যাচ্ছে..............................
কেন বললাম? কারন এমন একজন সপ্নদ্রষ্টার সঙ্গে পরিচয় হয়েছে কয়েক মাস আগে,যিনি সপ্ন দেখেন এবং সপ্ন দেখাতে ভালবাসেন,যিনি নিরলষ ভাবে দেশের জন্য কাজ করেই যাচ্ছেন্,তিনি আর কেও নন তিনি আমাদের সাবার প্রিয় মুনির হাসান স্যার। তার পরামর্শেই আমরা কয়েকজন রাজশাহীতে আইটি নগরী গড়ে তোলা সম্ভব কিনা এই নিয়ে একটি জরিপ করছিলাম।
প্রথমেই আমরা দেখা করি রাজশাহীর কিছু উন্নয়নকর্মী যারা রাজশাহীর উন্নয়নের জন্য তাদের জীবন টা বিলিয়ে দিয়েছেন। তাদের মধ্যে একজন জামাত খান,
জামাত খান সাহেব বিষয়টি জেনে অত্যন্ত খুশি,তারা নিজেরাও এমনটি ভাবেন,তিনি জানেন রাজশাহীতে আইটি নগরী গড়ে তোলা কত বেশী গুরুত্তপুর্ন একটা দাবী, তিনি বলেছেন, তার অবস্থান থেকে তিনি আইটি নগরী গড়ে তুলতে সর্বোচ্চ সহযোগিতা করবেন এবং আমাদের সাথে তিনিও এই বিষয়ে কাজ করবেন। তার মাধ্যমেই পরিচয় হয়, রাজশাহীর স্থানীয় সংবাদ পত্র সোনালী সংবাদের সম্পাদক মোঃ লিয়াকত আলী সাহেবের সাথে, তিনি ও আমাদেরকে বেশ সহযোগিতা দিয়েছেন, সেই সাথে বলেন, বিসিক এলাকায় অনেক জায়গা আছে, সেখানে আমরা সহজেই আইটি নগরীর জন্য একটা অবকাঠামো দাড় করাতে পারি।
তারপর জামাত খান সাহেবের পরামর্শেই আমরা রাজশাহী চেম্বার অব কমার্চ ইন্ডাট্রির প্রেসিডেন্ট এবং ডিরেক্টর দের সাথে একসাথে বসে এ বিষয়ে অনেক আলাপ করি, তারা আইটি নগরীর প্রয়োজনীতা জানেন এবং বাঙ্গালোর ভিজিট করেছেন, তারা দেখেছেন বাঙ্গালোর এর বাস্তব অবস্থা, তারা রাজশাহীতে ও এমন সপ্ন দেখেন, এই প্রজেক্টকে সফল করতে তারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন, প্রয়োজনে তারা এই বিষয়ে চেম্বার অব কমার্চ থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত আবেদন করবেন। তারা এমনও বলেছেন যে, দারকার হলে তারা আকটি conference করবেন, সেখানে বিদেশি বিনিয়গকারিদের ও নিয়ে আসবেন।
এবং রাজশাহীতে আইটি নগরী বিষয়ে যদি কোন সমাবেশ হয় তাহলে তারা পুরো ইস্পন্সর দিবেন।
আরেক জন বাক্তি জার কাথা না বললেই নয়। তিনি আমাদের সিএস ই বিভাগের teacherমেহেদি স্যার।
যার সাহস এবং সাহযোগিতা সবসময় আমাদের সাথে ছিল এবং থাকবে।
আশা করছি আমরা ঠিক পথেই এগিয়ে যাচ্ছি। তারপরও যদি কারও পরামর্শ থাকে জানতে পারলে অনেক ভালো হত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




