বলার দরকার নেই; শোনারও সময় নেই
আমার জীবনের স্বপ্নগুলো বেড়েছে এভাবেই
সমাজকে ভালোবাসি; রাষ্ট্রকে তার কাছাকাছি
মানুষের জন্য কাঁদে এ প্রাণ সবচে বেশি
যারা সকালে মাঠে কাজ করে- যারা গরু ছড়ায়
যারা মাঠে গলা ছেড়ে গান গায়; রাখালিয়া
বাঁশীর সুরে নাচিয়ে তুলে সবুজ ধানের গোছা
এভাবে বার-বার ফিরে যেতে চাই তাদের কাছে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




