আজ অনেকদিন পর ইউনিভারসিটিতে গেলাম....ইউনিভারসিটি পাস করেছি তা প্রায় এক বছর হলো......গিয়ে নিজেকে কেমন যেন এক বিশাল শুন্নতা ভর করলো..আশে পাশের সবার আনন্দ, উছ্ছলতা আর বন্ধুত্ত দেখে নিজেকে বড়ই একা একা লাগল।যদিও গিয়েছিলাম businessbubuবিজনেস ফ্যকালটিতে, মনে পড়ে যেতে লাগলো কার্জন হল আর ডিপার্টমেন্টের সিড়ির কথা।অসাধারন সব সৃতির পশরা চোখের সামনে দিয়ে যেতে লাগলো।জীবনটা বড়ই মিনিংলেস মনে হতে লাগলো।চোখের পলকে কখন যে রিকশাতে চড়ে কার্জন হলে হাজির হলাম তা টের পেলাম না!সেখনে এসে মনটা আরো খারাপ হয়ে গেল...চোখ ঝাপশা হোতে শুরু করলো।নিজেকে কোনো রকম সামলে নিয়ে,কার্জন হলের পুকুর পাড়ে গিয়ে bslambsbnnnবসলাম,চারিদিকের দৃশ্যগুলো কত পরিচিত...বাদামওয়ালাদের আনাগোনা, প্রেমিক-প্রেমিকের আড়চোখে চরপাশে চোখ বুলানো প্রেম!পিচ্চিদের ফুল বিক্রি, সিরি্যাস টইপের স্টুডেন্টদের ত্রস্ত চলাফেরা!....আর এক ঝাক স্বপ্ন-মাখা চোখের তরুনদের উদ্দাম আড্ডা....মনে খুব ইছ্ছা হছ্ছিল আমার সাধের দামি চাকরিটা ছুড়ে ফেলে আবার এখানে চলে আসি...খুব...খুব....।
পারলাম না....সন্ধার আলো-আধারিতে লুকিয়ে লুকিয়ে চোখ মুছতে মুছতে বাড়ির পথ ধরলাম।
আসলে জীবনে খুব মধুর কিছু সময় একবারই আসে।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




