
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাককে দেশে ফিরতে বারণ করা হয়েছে। বলা হয়েছে, দেশে ফিরলেই তিনি বিমানবন্দরে গ্রেপ্তার হবেন। গত ১৯শে সেপ্টেম্বর জামায়াতের বিক্ষোভ সমাবেশে পুলিশের ওপর হামলার অভিযোগে শতাধিক ব্যাক্তির বিরুদ্ধে মামলা হয়। ১৮৩ জনকে নেয়া হয় রিমান্ডে। একই মামলায় ব্যারিস্টার রাজ্জাককেও আসামি করা হয়। তিনি অবশ্য ঘটনার সময় দেশে ছিলেন না। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। একজন দায়িত্বশীল কর্মকর্তা ব্যারিস্টার রাজ্জাকের বাসায় গিয়ে সরকারের এই মনোভাবের কথা জানান। বলেন, বিদেশে থাকলে আপত্তি নেই। কিন্তু দেশে ফিরলেই তাকে জেলে যেতে হবে। স্মরণ করা যায় যে, লন্ডন যাওয়ার আগেও তাকে একইভাবে বিদেশে চলে যেতে বলা হয়েছিল। ব্যারিস্টার রাজ্জাকের পরিবার এ সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি।
বর্তমানে বাংলাদেশের অন্যতম আইনজীবী হিসেবে ব্যরিস্টার রাজ্জাককে ধরা হয়। যাদের আইন আদালত সম্পর্কে যোগাযোগ আছে তাড়াই জানে উনি কি জিনিস। বিশেষ করে আলোচিত ইটিভি মামলায় ডঃ কামাল- ডঃ যহির এবং ব্যারিস্টার রোকন এই তিনজনকে কে তিনি নাকানি চুবানি খাইয়ে আলোচনায় আসেন। বর্তমানে জামায়াতের যুদ্ধাপারাধ মামলা পরিচালনায় তার সাথে সরকার এবং তাদের অনুগত আইনজীবীরা কুলিয়ে উঠতে পারবেনা বলেই সরকার তাকে দেশের বাহিরে রাখতে চাচ্ছে সেটা দিবালোকের মত সত্য।
সুত্র- মানবজমিন
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ৯:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




