#মায়াবী
@আমি
@তোমার কাছে যেতে ইচ্ছে করছে। সামনাসামনি দেখতে ইচ্ছে করছে। ঘুম থেকে জাগার পর থেকে বুকের ভেতরে কেমন জানি হচ্ছে... ভীষণ ফিল করছি... আচ্ছা এতাে ভালবাসো কেন আমায় !!!
সময় দেয়া আর কথা ছাড়া কিছু তো দিতে পারি না তোমায়...তবুও এত ভালবাসো। তোমার চাওয়া এত সামান্য... তুমি কিসে শান্তি পাও, কাছের মানুষগুলো সেটাও বোঝে না... এত অভাগী তুমি... আমার চেয়েও বেশি...
#তুমি যে কারনে ভালবাসো এতাে সে কারনে...
@জানি না , কথা গুলো হয়ত তোমার কলিজায় আচর কেটে গেল। মনে হচ্চে যেন, তোমাকে কাছে টেনে কানে কানে বলি, আমি আছি তো, এ জনম পর জনমেও... শুধু আমার হয়ে থেকো...একটু ভালবেসো। আমার চেয়ে আর কেউ এত ভালবাসবে না। খোদার কসম...
একথাগুলো হয়ত ২০০১ এর আগে বললে বেশি ভাল হত। মানান সই হত। কারন এখন আমি তো জানি, তুমি আমারি ছিলে, আছো আর থাকবা।
#তবুও শুনতে বেশ ভালো লাগে...
@আমার পাগলিটা রে...আমার মতই আসতো একটা পাগল...
#কেমন যেন সব অবস লাগে...পাথর হয়ে যাই...
@তোমাকে কি করে সামলাবো বলতো?
#রাগ চেপে ভালোবাসা চলে আসে...
@হা হা হা ... তা্ই ?
খুশিতে যে মানুষের চোখে পানি চলে আসে... মাঝে মাঝে তোমার কথা শুনলে আমি নিজেকে দিয়ে প্রমান পাই।
#তাই??? কষ্ট দিয়ে ফেল্লাম?
@কষ্ট না গো সোনা... ভালবাসা অনুভব করি। আমি একটা মানুষ... তার জন্যেও একটা পাগলি কান্দে... হাসে... মন মরা হয়ে ঘর গোছায়...
#ভালবাসাটাই যন্ত্রনা...
@খুব শীঘ্রই যেন এই যন্ত্রনাকে বিনি সুতার মালা বানিয়ে দুজন গলায় গলিয়ে ফেলতে পারি... তারপর সব কিছু নতুন করে...গড়া... একান্তই নিজেদের মত... স্বপের চেয়ে সুন্দর করে...
আমি খুবই হতাসাগ্রস্থ মানুষ। যার সব কিছু থেকেও কিছু নাই... তবুও তোমার স্পর্শে নতুন করে বাঁচার আশা পাই... এই স্পর্শ হাত দিয়ে ছুয়ে দেখা না, মন দিয়ে, ভালবাসা দিয়ে ছুয়ে দেখা...
একটা গানের লিঙ্ক দিয়েছি, শুনতেছো?
ওহে কি করিলে বলো পাইবো তোমারে
# হুম অনেক ক্ষণ ... আদৃতা গান শুনে বলতেছে: কতকাল আর বিরহের গান শুনবা???
@বলে দিও : খুব তাড়াতাড়ি শুধু প্রেমের গান শুনবো। নিজেও গুনগুন করবো...
#হা হা হা...
@ যাও তোমার মন ভাল করে দিয়েছি, এখন অফ যাও... ভাল লাগাটুকু বুকের মধ্যে রেখে ধুমায়া হাতের কাজ করো... ২ দিন নাকি ঘর গোছাওনি। এখন করো...বিকেল ৪টার পর আবার লগইন হইও। লাঞ্চ করবা... গোছল দিবা... সব ৪টার আগেই।
#তাই?
@হুম...আমার ছবি দিলাম। খুব করে দেখে নিও।

#আজ মন ভালো তোমাকে দেখে...
@একটা জীবিত মৃত মানুষ কে দেখে ভাল লাগার কিছু নেই গো মায়াবী পাখি... তোমার মন ভাল তাই আজ সবই ভাল লাগবে...All credit goes to you.
#হাহাহা । মন খারাপ হয়েই ছিল। ভালো তো পরে করে দিলে...
@আমিও আজ ভীষণ খুশি... প্রতিটা দিন যেন এমন হয় আমাদের।
#তোমার প্রবলেম বুঝতেছি। আচ্ছা ...bye
@না প্রবলেম না... কিন্তু আমি ফিলিংসটা ধরে রাখতে চাই... খুশি খুশি ভাবটা মনে মুখে লেগে থাক আরও কিছুক্ষণ। তোমার ভালবাসার সৌরভ আরও কিছুক্ষণ গায়ে মেখে থাক... ভুরভুর করে চারপাশে ছড়িয়ে যাক... তাই... তাই তোমাকে OFF যেতে বলছি...
#ঠিক আছে ...
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৫ রাত ৯:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



