মায়াবী আজ সকালে আমাকে নিচের পোস্টটা শেয়ার করল:
https://www.facebook.com/story.php?story_fbid=1129710325626119&id=100057614861175&post_id=100057614861175_1129710325626119&rdid=ei4S2e8DQmGHSqZ4#
সারাংশ হল:
" ... মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানতে পারবেন, মানুষ অন্যকে ঘৃণা করে, অপছন্দ করে, হত্যা করে নানা কারণে। ওর বুদ্ধি বেশি, আমার কম কেন? ওর টাকা বেশি, আমার কম কেন? ওর সম্মান বেশি, আমার কম কেন?
রিদম জিরো এক্সপেরিমেন্ট আপনাকে শেখাবে, একটা মানুষের কাউকে ঘৃণা, অপছন্দ বা অত্যাচার করতে আসলে কোনো কারণ লাগে না। একজন মানুষ কোনোরকম কারণ ছাড়াই আরেকজনকে হিংসা করে, ক্ষতি করে, তার বদনাম রটায়, কেননা মানুষের স্বভাবই অমন।
মানুষ কোনোদিনই শান্তিকামী ছিল না, নয় এবং থাকবেও না। সে সবসময়ই হিংস্র, লোভী, বর্বর এবং ভণ্ড। তাহলে প্রশ্ন জাগে, এই দুনিয়ায় কি ভালো মানুষ বলে কেউ নেই? হ্যাঁ, আছে হাতেগোনা দুচারজন। বাকিরা সুযোগের অভাবে ভালো।"
কথাটা আমার খুব মনে লাগলো। হাইলাইট করে পাঠিয়ে দিলাম। তারপর থেকে ওর মুড অফ। আমি নানা ধরনের প্রশ্ন করি হর হামেশা। এতে সে বিরক্ত হয়। কারন তাতে স্বাধীনতা খর্ব হয়। প্রাইভেসি ডাউন হয়। অস্বস্তি বোধ হয়।
ভালবাসা মানে হল বিশ্বাসের একটা ব্যাপার। সে প্রায়ই এমন কিছু করে, যেটা আমার অপছন্দ। বিশ্বাসের ব্যাপারটাকে ছুয়ে যায়। কিন্তু আমি জানি, সে এমন কিছু করবে না। ওর ওপর আমার পূর্ন বিশ্বাস। সে শুধু আমাকেই ভালবাসে। ও আমার সাথে যা শেয়ার করে, অন্য কারও সাথে তা শেয়ার করে না।
হঠাৎ জানতে পারলাম, সে আরও কয়েকজনের (শিপু, ডাবলু, বজলু, অনু, মুরাদ...) সাথেও গল্প করে, চুটিয়ে আড্ডা দেয় কিন্তু আমার সাথে যেমনটা হয়, তেমনটা নয়, সেখানে নাকি একটা দেয়াল থাকে। ওরা নিয়মিত তার বাসায় যায়, আড্ডা দেয়, নাস্তা পাতি করে, ঘুমায়, এটা সেটা গিফট দেয় ইত্যাদি।
ওরা তখনই যায়, যখন মায়াবীর স্বামী থাকে না বা বাচ্চারা স্কুল যায় বা বাচ্চারা থাকলেও খেলাধুলায় ব্যস্ত। এতে কি মনে হতে পারে একজন অন্ধ প্রেমিকের কাছে?
মায়াবী তুমি যদি কখনও পড়ো আমার এই লেখাটা, ভাবোতো একবার, আমার বাসায় যদি মেয়ে কলিগ, এ্যাসিসটেন্ট, বান্ধবী বা এলাকার ছোট বোন আমার বাসায় অবসর সময়ে আসে, আড্ডা দেয়, গল্প করে, আমার ঘরে ঘুমায়, আমাকে গিফট দেয় বা দিতে চায়, ফেসবুকে যখন তখন চাটিং করে, বা বাসায় আসতে বলি তোমার এবসেন্সে, তোমার ক্যামন লাগতো?
আমি তোমাকে ফেসবুক, জিমেইল, টুইটার সহ সব অনলাইন প্লাট ফর্মের পার্সওয়ার্ড দিয়েছি। আর তুমি তোমার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট আমাকে দেখতে দিতে চাও না। কি ধরনের চ্যাট করছো, সে তো দূরের কথা।
এ যুগে, এমন একজন মানুষও কি তুমি পাবে, সে একজনের হয়েই জীবন কাটিয়ে দেয়, তার জন্যে সারা দুনিয়ার মায়া ত্যাগ করে? ভালবাসি তোমাকে...বুঝলা ! তুমি মনের ভাষা, চোখের ভাষা যদি বুঝতে তাহলে অন্য কোন পুরুষের আবদার তোমার মনে জায়গা পেত না। তারা কি মনে করবে সেটা ভাবার আগে আমি কি মনে করবো সেটা হাজার বার ভাবতে।
আমার ব্যক্তিগত এমন কিছু নেই যে, তুমি জানোনা। অথচ তুমি আজও রহস্য। সেটুকুই জানতে দাও যেটুকু সবাই জানে। অথবা যে কথায় বা ঘটনায় আমি তোমাকে জেরার মুখে ফেলব না।
ভালবাসি, ভুল করে ভুল যাতে করে না ফেল, তাই তো বুকে আগলিয়ে রাখতে চাই। পথ দেখাই, মায়া করি... নিজের মত করে সাবধান করি, নিষেধ করি। অনেক সময় তোমার সেসব ভাল লাগে না। জানি, তবুও বলি। তোমার গায়ে এতটুকু আচড় না লাগুক, তোমার চরিত্র নিয়ে কেউ কোন কালিমা না দিক, সেই দায়ীত্ব থেকে করি। একান্ত ভাবে তোমাকে ভালবাসি বলেই করি।
যেদিন থেকে তোমার ব্যাপারে এ ধরনের আর নাক গলাবো না, তোমার ভাল মন্দ নিয়ে আর কিছু বলব না, বুঝে নিও সেদিন থেকে তুমি আমাকে হারাতে বসেছো। আর যেদিন থেকে আমি আর খোজ নিচ্ছি না, সেদিন হয় আমি হারিয়ে গেছি, নয়তো ওপারে গেছি।
তবুও তুমি ভাল থাকো। কখনও কোন কিছুতে তোমাকে জোড় করিনি। জোড় করে মনের ইচ্ছা পূরণ হয়, কিন্তু মনকে জয় করা যায় না, ভালবাসা তো নয়ই...।
তোমাকে ভাল রাখাটাই আমার জীবনের উদ্দ্যেশ্য ছিল।

সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২৫ দুপুর ১২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



