বরাবরের মত @ চিহ্ন মানে কপালকুন্ডের কথা আর # মানে মায়াবীর।
#Good morning
@ Good morning মায়াবী কন্যা...কেমন আছো?
# এই তো ভাল... তুমি?
@ মোটামুটি। কি করো? ছাদে হাটতেছো?
# চা খাই?
@কখন উঠছো? আমি তো উঠেই তোমার ম্যাসেজের reply দিলাম।
#অনেক ক্ষণ...
@ আজ তাড়াতাড়ি ঘুম ভাঙছে আমার। বাইরে কোথাও যাবার প্লান আছে ?
# No
@ আর কেউ উঠছে?
# না
@ এমনিতে পুরা বডি পেইন। তারউপর আজ থেকে গলা ব্যাথা শুরু হইছে। রাতে কেন যেন ভাল ঘুম হইনি।
#আমারও।
@ কিছু নিয়ে tension করতেছ? আমারও অনেক tension.
# কিসের?
@ Family crisis, job নাই, তোমার টাকা খরচ করতেছি, হাড্ডি জোড়া লাগতেছে অনেক টাইম নিয়ে, সময় পেরিয়ে যাচ্ছে তোমাকে কাছে আনতে পাচ্ছি না।, পাশের বাসার লোক বাউন্ডারী নিয়ে disturb দিচ্ছে, ছোট ভাইয়ের বিদেশ যাওয়া, নবীনার সন্দেহ আর খোচা মারা, অপমান করা, তোমাকে কই কই সেল্টার দিব, কি কি ঘটতে পারে... এই সব আর কি...
#ওরে বাপরে অনেক tension.
@ টিটকারি মারলা? তোমার tension আরও serious... আরও বেশি .. আমি সেটার ধারনা রাখি। কাল তো অনেক ম্যাসেজ লিখছিলাম। ভাললাগছিল, যদিও জানতাম তুমি ঠিক মত পড়তেও পাচ্ছো না।
# পড়ছি সব।
@ পড়ছো... but feel টা নিতে পারোনি।
#তা ঠিক।
@feel নিতে পারলে তোমার reply আসত। but কাল তোমার বাসায় guest ছিল।
#হুম
@ জানালা খুলছিলাম, ঠান্ডা বাতাস আসতেছে সুন্দর। দূরে কোথাও ঘুঘু পাখি ডাকতেছে। বুয়া আসছে আজ?
# না
@তোমার নাস্তা শেষ এতক্ষনে... মনে হয় FB দেখতেছ তাই না?
# হা হা হা... ঠিক বুজছো।
@ আচ্ছা তোমার মেয়ের ড্যান্সের ফাংশন কবে প্রচার হবে এবার জানালা না তো।
# এখনো জানি না।
@ ও ! আর GP ad?
# করিনি তো...
@ ও ! এক দিনেই ফিরে আসছিলা?
# হুম
@ ওর বার্থডেতে কিছু করছিলা?
#না
@ আহা ! ছোট মেয়ে একটা... মন খারাপ করছে নিশ্চয়। birthday party না করলে gift পায় না বাচ্চারা।
#হুম...এইবার আমার টাকা ছিল না।
@ তবুও কেউ কিছু দিল না? আমিও তো দিলাম না কিছু। online order করতে পারতাম... তাও করা হয়নি।
#আম্মু ১ হাজার অনিতা ১ হাজার দিছিল ওকে
@ ওর তো ৩৬ সাইজ ড্রেস লাগে... সেটা আমার মুখস্ত। বাচ্চাদের এটা ড্রেস সাইজ। ১০-১২ বছরের হলে এই মাপের লাগে।
#ভালই জানো
@শিপু ভাই কিছু দেয়নি?
#কেক পাঠাইছিল।
@ great. তাইলে তো হলই...
# হুম...
@ W ভাই তোমাকে টাকা return দিচ্ছে? September এ date দিছিল যে?
# না গো...আর খোঁজ নেই।
@আহা...কত টাকা পাও?
# আর ২ লাখ
@ ভোট তো February তে না হয় June এ... হয়ত ভোটের পর পাবা। এখন বগুড়া সিটি কর্পোরেশন হইছে। অনেক কাজ চলতেছে। দেখো গোপনে সে হয়ত invest করছে কোন কনট্রাক্টরের সাথে। টাকা বানাচ্ছে। ২ লাখ বেশি না। পাবা এটা...
# কি যে.,,
@আর কারও কাছে পাও?
#মতিন ভাই।
@খাইছে... সে তো সৌদআরব। কত দিছো কত পাবা?
# ১ লাখ
@ সেও কি চুপ মেরে আছে?
#হুম
@ সৌদিতে নারীর নেশায় না পরলে, অনেক টাকা কামাতে পারবে । আমি দু রকমি মানুষ দেখছি। কেউ অনেক কিছু করে ফেলে, কেউ খালি হাতে ফেরত আসে।
# মতিন ভাইও অনেকের লোন শোধ করল। But সে জানে আমার টাকা অনেক, তাই আমার টা দিচ্ছে না।
@ আমার মনে হয় দেরিতে হলেও তুমি পাবা। But অল্প অল্প করে দিবে হয়ত। ছিড়ে ছিড়ে টাকা দিলে কোন কাজে আসে না। তাহলে এই দুজনের কাছে শুধু তুমি পাও?
#হুম।
@ আর সমিতি তোমার কাছে পায় প্রায় ৭ লাখ নাকি আরও বেশি?
# না ৭ না। ৬ লাখ
@ ঐ হল কাছাকাছি... আমাকে সেদিন তো বলনি। গতদিন তোমার DBBL এ টাকা ঢোকে কি না সেটা City bank পোর্টাল থেকে চেক করলাম। তোমার City bank এর AC no চাইছিলাম, দাওনি। তাই যেটা ছিল, সেটাতেই ট্রাই করলাম। দেখি সিলেট যাই, তখন টাকা পাঠাব।
#আরে নাহ !
@আমার টেবিলের গোপন ড্রয়ারে ১০ লাখ ক্যাস রাখা আছে। পোকায় কাটলো কিনা চিন্তায় আছি।
#হুম !
@ দরকারের সময় কাজে না লাগালে ঐ টাকার মানে কি। একটু একটু করে জমাইছিলাম তোমার আমার জন্যে। আমি bank এ insecure feel করতাম। তাই ৬ লাখ রাখছিলাম bank এ. ১০ লাখ রাখছিলাম বাসায়। আর ১৩ লাখ রাখছিলাম বিভিন্ন মানুষের কাছে। ১৩ না ১১, টাইপিং মিসটেক। নিজেকে শেষ করতে গিয়ে সব এলোমেলো। কোন কিছুতেই আমি success না। মরতে গেলাম, বেঁচে ফিরলাম। বাবা হলাম, সন্তান বাঁচাতে পারলাম না। একজন কে সারা জীবন ভালবাসলাম, but ঘরে তুলতে পারলাম না। ডক্টর হতে রাত দিন পরলাম, but chance পেলাম না। ভাল versity তে ভর্তি হলাম, ভাল result নিয়ে বের হতে পারলাম না। অনেক অনেক কাজ করতাম, অফিস promotion দিত না। আরও কত কি... সব বলে বলে তোমার মনটা খারাপ করে দিচ্ছি এই সাত সকালে।
.
.

আর এক চা খাবা? এবার দুধ চা না করে র চা খাও। তেজপাতার বিড়ি খাইছো? খুব ঝাঝ... আমি কয়েক বার খাইছিলাম। ২ দিন পর্যন্ত মুখে গন্ধ থাকে।
#খাইনি।
@ও মনে পড়ছে, তুমি তো সিগারেটি খাইছো বলছিলা। আমি সিগারেটে এখনও টান দেইনি। নিজের কাছে নিজে promise করছিলাম তাই... আমার promise অনেক শক্ত। কথা দিলে কথা রাখি আমি। চুপ হয়ে গেলা কেন গো?
# কি বলি !!!
@গাঁজা খাইছো? hard drinks করছো? interview নিচ্ছি। সবগুলা YES হলেও আমার কিছু যায় আসে না। but সত্যিটা জানলে ভাললাগবে।
#গাঁজা ছাড়া সব try করছি।
@কেন? Depression a ছিলা? না মানে মনের দু:খে খেলা নাকি খেলে কেমন লাগে টেস্ট করতে?
#এমনিতেই... ভালো লাগছে তো।
@কেমনে যোগাড় করতা?
# অনেক আগে। এখন মনে নেই। [বিদ্র: আগে কোন এক সময় বলছিল: অনু, 'তু'র ছোট ভাই আরও কে কে জোগাড় করে দিত। এখন চেপে গেল।]
@অনেক বার খাইছো? Addiction হয়ে গেছিল? এহ.. থেমে গেছে। আর বলবে না।
#আরে নাহ
@ আমি কোন টার টেস্ট নেইনি আজও... ইচ্ছে করলে পারতাম। যে এলাকায় বড় হইছি বা ভার্সিটি লাইফে যে কোন কিছু ম্যানেজ করা অনেক সহজ ছিল। কিন্তু আমার এক নিকট আত্মীয় ছোট বেলায় গালি দেবার সময় আমাকে উদ্দেশ্য করে মাকে বলছিল: রক্ত কথা কয়... আমার বংশে খুন খারাপি আছে... নেশাভান আছে, সব কিছু আমি তো এমনি এমনি পাবো... আমিও খারাপ হব, আমিও বাউন্ডেলে হব।
এই ধরনের কথা বলছিল। সেই দিন ভাবছিলাম আমি খারাপ কিছু করব না, নেশা ভান করব না... দেখি পারি কি না? এখন সে পারাটা তোমার কাছে টিটকারি হয়ে গেছে। মাঝে মাঝেই বল: তুমি Gentle man. তোমার দ্বারা অনেক কিছু সম্ভব না। কি madam ঠিক বলছি?
# কি যে...
@আমার নাস্তা চলে আসল। ভাত ভাজি আর ডিম পোজ।
#তুমি খাও। আমি অফ যাই...
@ঠিক আছে সোনা...
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২৫ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



