বরাবরের মত @ চিহ্ন মানে কপালকুন্ডের কথা আর # মানে মায়াবীর।
@ দিনের অর্ধেকটা শেষ। সারাদিন খবর নেই। কই গো?
# আছি...
@ কি করো এখন?
# ঐ প্রতিদিন যা করি...
@হাতের কাজ শেষ?
# নাহ ! রান্না হলেই মোটামুটি শেষ।
@ কি কি মেনু?
# আজ Chicken Fry ভাজতে ভাজতে পা ব্যাথা হয়ে যাবে। অনেকক্ষণ লাগে।
@ ওভেনে দিলেই তো হত।
#ওভেনে ট্রাই করিনি কখনও।
@Chicken Fry শুকনা খাবার। শুধু সেটা দিয়ে বাচ্চারা ভাত খেতে পারবে?
#সেটাই ভাবতেছি।
@ 'তু' কি দুপুরে খেতে আসবে?
# না
@ ওভেনের ক্যাটালগ বই দেখে নিও। টাইম আর পাওয়ার সেট করে দিলেই হয়। অবশ্য আমি একবার মাতব্বরি করে বেশি দেয়াতে পুড়ে ধৌয়া উঠে গেছিল।
# এই জন্যেই করি না। তবে আগের টায় গ্রিল করি।
@আমি ভাবছিলাম, পুডিং হবে অনেক টাইম লাগে, তাইলে Chicken Fry হতে আর বেশি টাইম লাগবে। বই না দেখাতে সেখানেই ভুল।
# ভালই হয় আমারটা।
@গ্যাস না থাকলে ইলেকট্রিক ইনড্কেস চুলায় রান্না করতে বলি, না হলে ওভেনে। কিন্তু নবীনা তো ওভেনে পারে না। কিন্তু কিনে ঠিকি নিছে। সব কিছুতে ক্রেডিট নিতে চায়, মানুষকে দেখাতে চায়। বলতে চায় আমার এটা আছে, সেটা আছে... আর কিছু না।
# না গো... লাগেই ওসব।
@ করে না তো... লাগে তো আমিও জানি।
# আমার ইলেকট্রিক চুলা নেই।
@ ইনডেক্স চুলা ভালটা ৭ হাজারের মত, আর চাইনিজগুলা ৩৫০০ মত।
# কিনবো না। প্রয়োজন মনে হয়নি এখনও।
@ ও
# ওভেন সব সময় খাবার গরম করতে Use হয় আমার।
@সেটাই ভাল।
#আমি পানিও গরম করি অনেক সময়। অলস হইলে যা হয় !
@ আর কত করবা? সারা দিন তো করতেই থাকো।
#হুম ...
@ আমার সিলেটের বাসায় এমনও অনেক হাড়ি পাতিল আছে, যে গুলা এক বারের জন্যেও Use হয়নি। এখনও Intact । তাও মার্কেট বা মেলায় গেলেই হয়ে গেল... রাগ দেখানো... মেজাজ দেখানো।
# আর আমাকে 'তু' কিনেই দেয় না।
@আমি কিনবোনা কিনবো না করে অনেক টাকা খরচ করে ফেলি। মানুষের মধ্যে সিনক্রিয়েট হলে লজ্জায় পরে যাই।
# আমি আসলে অপ্রয়োজনীয় কিছু কিনতেই ইচ্ছা করেনা।
@মন থেকে অপ্রয়োজনীয় জিনিস আমা কিনতে ইচ্ছে করে না।
#আমার হাড়ি পাতিল গ্লাস সব অল্পো।
@একি কথা দুজন এক সাথেই লিখলাম।
# Soulmate to
@

# আমার হয়ত টাকা পয়সা কমত তাই এমন আমি...
@ তা না... টাকা থাকলেও তুমি এমনি থাকবা। আমি যেমন। টাকা থাকলেও যেমন খরচ করি, না থাকলেও তাই...
# কি যে...
@ আজ হয়ত পুরা বিকেল ফ্রি থাকব। নবীনা ডেন্টিসের কাছে যাবে।
# ওকে....
@ আল্লাহ হাফেজ...
.
.
.
@ সন্ধ্যা হয়ে গেল। ৩ মিনিট পর আযান দিবে। ছাদে গেছো?
# না গো... বাসায়। আব্বু - অনিতা সব আছে তো.. তাই অফ।
@ওকে...তাইলে ওরা গেলে ম্যাসেজ দিও।
#আচ্ছা...
.
.
.
@আজ আরও একটা দিন ঝড়ে বড়ল জীবনের ক্যালেন্ডার থেকে। অনেক রাত হয়ে গেল। তুমি knock দিলা না। আজ আর কথা না বলি। ... I will be in your sweet Dreams... at sleeping time.
Good Night Mayabi...
@ দিনের অর্ধেকটা শেষ। সারাদিন খবর নেই। কই গো?
# আছি...
@ কি করো এখন?
# ঐ প্রতিদিন যা করি...
@হাতের কাজ শেষ?
# নাহ ! রান্না হলেই মোটামুটি শেষ।
@ কি কি মেনু?
# আজ Chicken Fry ভাজতে ভাজতে পা ব্যাথা হয়ে যাবে। অনেকক্ষণ লাগে।
@ ওভেনে দিলেই তো হত।
#ওভেনে ট্রাই করিনি কখনও।
@Chicken Fry শুকনা খাবার। শুধু সেটা দিয়ে বাচ্চারা ভাত খেতে পারবে?
#সেটাই ভাবতেছি।
@ 'তু' কি দুপুরে খেতে আসবে?
# না
@ ওভেনের ক্যাটালগ বই দেখে নিও। টাইম আর পাওয়ার সেট করে দিলেই হয়। অবশ্য আমি একবার মাতব্বরি করে বেশি দেয়াতে পুড়ে ধৌয়া উঠে গেছিল।
# এই জন্যেই করি না। তবে আগের টায় গ্রিল করি।
@আমি ভাবছিলাম, পুডিং হবে অনেক টাইম লাগে, তাইলে Chicken Fry হতে আর বেশি টাইম লাগবে। বই না দেখাতে সেখানেই ভুল।
# ভালই হয় আমারটা।
@গ্যাস না থাকলে ইলেকট্রিক ইনড্কেস চুলায় রান্না করতে বলি, না হলে ওভেনে। কিন্তু নবীনা তো ওভেনে পারে না। কিন্তু কিনে ঠিকি নিছে। সব কিছুতে ক্রেডিট নিতে চায়, মানুষকে দেখাতে চায়। বলতে চায় আমার এটা আছে, সেটা আছে... আর কিছু না।
# না গো... লাগেই ওসব।
@ করে না তো... লাগে তো আমিও জানি।
# আমার ইলেকট্রিক চুলা নেই।
@ ইনডেক্স চুলা ভালটা ৭ হাজারের মত, আর চাইনিজগুলা ৩৫০০ মত।
# কিনবো না। প্রয়োজন মনে হয়নি এখনও।
@ ও
# ওভেন সব সময় খাবার গরম করতে Use হয় আমার।
@সেটাই ভাল।
#আমি পানিও গরম করি অনেক সময়। অলস হইলে যা হয় !
@ আর কত করবা? সারা দিন তো করতেই থাকো।
#হুম ...
@ আমার সিলেটের বাসায় এমনও অনেক হাড়ি পাতিল আছে, যে গুলা এক বারের জন্যেও Use হয়নি। এখনও Intact । তাও মার্কেট বা মেলায় গেলেই হয়ে গেল... রাগ দেখানো... মেজাজ দেখানো।
# আর আমাকে 'তু' কিনেই দেয় না।
@আমি কিনবোনা কিনবো না করে অনেক টাকা খরচ করে ফেলি। মানুষের মধ্যে সিনক্রিয়েট হলে লজ্জায় পরে যাই।
# আমি আসলে অপ্রয়োজনীয় কিছু কিনতেই ইচ্ছা করেনা।
@মন থেকে অপ্রয়োজনীয় জিনিস আমা কিনতে ইচ্ছে করে না।
#আমার হাড়ি পাতিল গ্লাস সব অল্পো।
@একি কথা দুজন এক সাথেই লিখলাম।
# Soulmate to
@

# আমার হয়ত টাকা পয়সা কমত তাই এমন আমি...
@ তা না... টাকা থাকলেও তুমি এমনি থাকবা। আমি যেমন। টাকা থাকলেও যেমন খরচ করি, না থাকলেও তাই...
# কি যে...
@ আজ হয়ত পুরা বিকেল ফ্রি থাকব। নবীনা ডেন্টিসের কাছে যাবে।
# ওকে....
@ আল্লাহ হাফেজ...
.
.
.
@ সন্ধ্যা হয়ে গেল। ৩ মিনিট পর আযান দিবে। ছাদে গেছো?
# না গো... বাসায়। আব্বু - অনিতা সব আছে তো.. তাই অফ।
@ওকে...তাইলে ওরা গেলে ম্যাসেজ দিও।
#আচ্ছা...
.
.
.
@আজ আরও একটা দিন ঝড়ে বড়ল জীবনের ক্যালেন্ডার থেকে। অনেক রাত হয়ে গেল। তুমি knock দিলা না। আজ আর কথা না বলি। ... I will be in your sweet Dreams... at sleeping time.
Good Night Mayabi...

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২৫ সকাল ৮:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



