
@আজ সকালটা অনেক সুন্দর। আরও সুন্দর হত যদি বউ সোহাগীর আলোয় মায়াবীর মায়াকারা মুখটা দেখতে পেতাম। দুর্ভাগ্য যে, প্রেম যমুনার ঘাটে বসে প্রেয়সীর অপেক্ষায় থাকতে থাকতে রোদে পুড়ে শ্যামা চাঁন আমি ক্যালা চাঁন হয়ে গেলাম। এত অপেক্ষার চেয়ে বাঙালীর নদীর টলমলে জলে ডুবে মরে যাওয়া অনেক ভাল... কই গো আমার সোহাগী ময়না পাখি?
#এরকম করে লিখলে মনে হয় এখনি চলে যাই। মন টা ভরে যায়।
@ তোমার মন ভরাতেই তো আমার আপ্রাণ চেষ্টা।
#হুম...
@এই ক্যালা চাঁন দিয়ে চলবে তো...
# ভালই চলবে। কিন্তু আজ সারাদিন Busy থাকব।
@তাইলে ফিরে knock দিও।
.
.
.
#এখনও Busy...
@ মাগারিবের আযান দিল। আজকের দিনটাও শেষ। এখন পড়াতে বসবা?
#হুম ... একটু পর।
@ তাইলে তখন আমি কুরআন পড়তে বসব। বেশিক্ষণ না...৩০ মিনিট মত।
#তাও অনেক।
@ শুধু সূরা ইয়াসিন পড়ি, ৮৩ আয়াতের মধ্যে ৬৫ টা হইছে। এখন যেটা সমস্যা হচ্ছে, এক আয়াতের ভেতরে আরেক আয়াত ঢুকে যাচ্ছে। কমন শব্দ থাকলে এমন হচ্ছে। তোমার শেয়ার দেয়া ইউটিউবের ৩৩ আয়াতের রুকাইয়া অনেক বার শুনছি। ঐ ৩৩ আয়াতে ভেতরে ৯ আয়াত শুধু পারি না। বাকিটা আগেই মুখস্ত আমার।
# আর আমার পড়াই হয় না।
@তুমি অনেক Busy . মেয়েটার পরীক্ষা শেষ হলে শুরু কইরো। ল্যাপের মধ্যে শুয়ে থাকবা আর পড়বা।
#কি যে আছে তারপর আবার?
@ আবার নাচের প্রোগ্রাম? এগুলা বাদ দাও... মানুষ ভাল চোখে দেখে না। দেখছ, আবারও গাইড করতেছি ... আমি মানুষটা আর ঠিক হব না বোধায়।
# আর আমার তোমার রিলেশন এইটা কি মানুষ ভাল চোখে দেখবে?
@কি বোঝাতে চাচ্ছো? তার চেয়ে বল... তুমি কি চাচ্ছো?
# বোঝানোর কিছু না। মানুষ ভাববেই?
@হুম... You are right.

#চা খাব এখন... মাথা ধরছে। Bye
@ ঠিক আছে। আমিও বানাতে বলতেছি...
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



