বরাবরের মত # মানে মায়াবীর কথা আর @ মানে কপালকুন্ডের কথা।
@Good afternoon.
কি করো? নেটে আসো কিন্তু আমার ম্যাসেজ দেখ না... কারন টা কি বুঝতেছি না তো...
.
.
আছো? তোমার আমার জন্যে দুটা মোবাইল চয়েজ করছি...
OnePlus Nord CE5 8/256GB battery 7100 mAh
Lava Agni 4 8/256GB battery 5000 mAh
দুটার কোনটা তোমার ভাললাগে বইলো তো... । একই Configuration শুধু company আলাদা।
নাম দুটা স্ক্রিনসট নিয়ে রাখো। OnePlus Nord CE5 >>> এটার একটু Facility বেশি...


তোমার কি কোন প্রবলেম হইছে? কোন কিছু লিখতেছনা কেন? নাকি ম্যাসেজ অন্য কেউ রিড করতেছে?
#আছো?
@বলো...
# কি বলি? এত hyper হয়ে যাও কেন?
@বোঝনা কেন? তুুমি যে কারনে হও,,, আমার তারচেয়ে বেশি হয়। কি হইছে তোমার খুলে বল তো...
#কিছু না। সময় পাচ্ছি না ইদানিং। বাচ্চাদের এক্সাম... অনেক কাজ শেষ করে ওদের নিয়া বসতে হয় পড়াতে... আর ওরা সবসময় বাসাতেই থাকে। যে টুকু সময় এক্সাম ঐ সময়ে মেয়ের স্কুলে বসে থাকি।
@এই কথা গুলা বলে গেলে কি হয়? কয় সেকেন্ড লাগে? যাও কাল থেকে আর ম্যাসেজ দিব না এক্সাম শেষ না হওয়া পর্যন্ত।
#এহ...
@এক্সাম শেষ হইলে বইলো: সারদিন মেয়েটা ফোন নিয়া থাকে। এভাবেই চলুক। তোমার তো টাইম হচ্ছে না। না পড়েই ডিলিট মারতে হচ্ছে। তাইলে আমার ফিলিংস গুলা লিখে লাভ কি? কার জন্যে লিখব? ডিলিট মারার জন্যে তো লিখি না। আমার ফিলিংস গুলা তোমার সাথে শেয়ার করার জন্যে লিখি। থাক আর দরকার নাই। এক্সাম শেষ হবে কবে? ডেট ডিও আমাকে...
#কি করব তাছাড়া? রেখে দিব?
৩০হাজার টাকা সেন্ড করছি। এই দুটার যে কোন একটা কিনো। কেনার পর আমাকে বইলো। তখন আমিও সেটা নিব।
#মাথা খারাপ নাকি !!!
@মোবাইল চেক কর। ৫ মিনিট আগে দিছি। মোবাইলের দাম ৩০ এর আশেপাশে হইতে পারে লোকাল মার্কেটে...। অনলাইনে ২৯ দেখাচ্ছে। ০৯ ডিসেম্বর কে স্মরন করে গিফট। এই ০৯ ডিসেম্বরের আগেই কিনে নিও।
#কি যে হয় তোমার... ব্যাক করব কিভাবে বলো। আমি নিবোনা এখন কিছু।
@আমি দিলাম তাই নিবানা?
#অনেক নিছি... এখন তুমি Sick. ঠিক হও আগে...
@অনেক দিন কিছু দেইনি। এবার না কইরো না.. Plz. আমি ঠিক আছি। সময়মত সুস্থ্য হয়ে যাব ইনশাল্লাহ।
তোমার প্রবলেম বুঝতে পাচ্ছি... বাসায় কি বলবা বা টাকা কই পেলা এইসব তাই না? চুপ হয়ে গেলা যে? মনে হয় তোমার প্রবলেম হচ্ছে। পড়াইতে বসছো বোধায়। আজ আর কথা বলার দরকার নাই। আমি অফ গেলাম।
#আগের রাগ কমছে?
@ কিছুটা। মোব কিনে পিক দিবা... তাইলে পুরোপুরি রাগ কমবে। মনটাও ভাল হবে আমার...
#কিনবো না। কই দিছো? আমার ম্যাসেজ আসেনি।
@ DBBL এ। তুমি তো CITY bank এর AC নাম্বার দাওনি।
#হুম !
@ আমি এখনও অনেক দূরের কেউ... !
#তাই না ...!
@কাল bank আওয়ারে আসবে হয়তাে।
#আচ্ছা...বুজলাম।
@সেদিন ১০ টাকা ঢুকছিল তো, তাই না?
#হুম... দেখছো আমি কত আপন? তোমার AC নাম্বার দিলানা...
@আমি AC নাম্বার দিলেই তুমি ব্যাক করবা... তাই দিলাম না। কিন্তু এখন মনে পড়ছে... তোমাকে CITY bank এর AC নাম্বার দিছিলাম। তার আগে তোমাকে নমিনি বানাতে চাইছিলাম। AC খুলতে বলছিলাম। তুমি চাও নি... ভয় পাইছিলা। তোমার কোন পরিচিত লোকজন আছে। তাই তখন এভয়েড করলা। কাজেই তোমার কাছে আমার AC নাম্বার আছে।
#দাওনি তখনও। কি যে...মনে নেই। তবে তোমার AC নাম্বার নাই আমার কাছে।
@ সিলেটে থাকতে DBBL থেকে তোমাকে মাসের হাত খচর দিতে পাচ্ছিলাম না। নতুন সার্ম্ট ATM মেশিন থেকে তোমার আমার AC কাজ করছিল না। আমাদের AC অনেক আগের তাই এক ডিজিট কম । তার পরের ঘটনা এটা...
#আচ্ছা বাদ দাও...পায়ের কি অবস্থা এখন?
@আগের চেয়ে ভাল।
# সত্যি কথাটা বলি... ৩ দিন হল অনেক জ্বর আমার।
@ আহা ! ৩ দিন পর কেবল জানালা?
# তোমাকে বললে তো বেশি টেনশন করো।
@দেখ আমি কত আপন? সব খবর সবার শেষে পাই...
#সেইটা আর না বলি...
@তাও তোমার দয়া হইছে... তাই আমাকে জানালা। Thank You.
#ইশশ রে...
@জ্বর নিয়াই এতো কিছু করতেছ?
#আবার রাগ করে। ভাললাগেনা তুমি এমন করলে...
@এখন জ্বর কেমন? ওষুধ খাচ্ছ?
#ওষূধ খেয়ে কমে কিন্তু ২ ডপ নিচে নামছিল না। আজ ১০০। কমে গেছে।
@আমি হাজার টেনশন করি... রাগ করি... কষ্ট পাই... আমাকে সব খবর সবার আগে জানাবা... মনে থাকবে?
#হুম

@এবার বুজছো? আমার মন কেন খুঁত খুঁত করে.... কেন ভেতরটা খারাপ লাগে? আল্লাহ কেমনে কেমনে বুঝায়ে দেয়...
#নবীনা কই?
@পাশের রুমে গল্প করে...
#আমি ভাবলম আজ ডেন্টিস্টের কাছে।
@ এই জ্বর নিয়ে ৩ দিন কি কি করলা?
# কি করবো... বিছানা থেকেই উঠিনি ঠিকমত। উঠলেই মাথা ঘোরে।
@ ও... তারমানে ভীষণ অসুস্থ্য।
#আজ অনেক ভাল তাই মেয়ের স্কুলে গেছিলাম। ফার্স্ট এক্সামে ঝামেলা থাকে। ছোট মানুষ বোঝেনা কিছু তাই...
@ঠিক আছে...গেছ ভাল করেছো। তোমার অসুখ দেখে কে কি সেবা যত্ন করল? কাল বললা ৯ জন নিয়া আড্ডা দিচ্ছো। কারা আসছিল?
# আড্ডা দিচ্ছি বলিনি... তুমি বুজছো আড্ডা দিচ্ছি। আমার বাড়ির সব.. জ্বর বেশি আসলে এসে সবাই বসে।
@তুমি অসুস্থ্য... তোমার বাসায় বসে বসে গল্প করার কি আছে... তোমার হাতের কাজ গুলা তারা গুছিয়ে দিতে পারত।
# গ৯ মুছে দেয়, মাথায় পানি দেয়...
@ ও !!!
#তুমি কেমন যেন হইছো...
@তাইলে শুকরিয়া...
# তারাই সব করে..
@তোমার উপর বেশি ডিমান্ডিং হইছি। বেশি কেয়ারিং হইছি। তোমার ভাল ছাড়া আমার আর কিছু মাথায় আসে না।
#আমি রান্নাও করিনি কয়েকদিন।
@ইশশশ ... সোনা আমার। এত অসুস্থ্য... একবারও জানালা না !!!
#কি হত জানালে?
@টেনশন করতাম... সাথে তো দোয়াও করতাম।
#হুম.. দোয়া এমনিতেই আছে আমার জন্য।

@এত এত বিপদে পড়ো.. জানলেই তো এই শরীর নিয়া হয় নামাজে, না হয় যিকিরে বসে যাই...
#এখন যাই। মাথা ঘুরতেছে আবার।
@বলা ঠিক না... আল্লাহ সব জানে। আচ্ছা রেস্ট কর। আজ অনেক খারাপ ব্যবহার করলাম। না বুঝে করছি। Sorry সোনা।
# কবে বিপদে পরলাম আবার ?
@ তোমার ছেলেটা অসুস্থ্য হয়ে ক্লিনিকে ভর্তি হল, তার আগে মেয়েটা টানা কয়েকদিন জ্বরে পড়ল, তার আগে তুমি অসুস্থ্য হলা, এরপর তোমার আব্বু অসুস্থ্য হল, ঢাকায় নিলা। পাওনাদার টাকা ফেরত দিচ্ছে না, এখন তুমি অসুস্থ্য , এগুলাই বিপদ বুঝাইছি। তোমার সংসারে কেউ তো পানি পর্যন্ত ঢেলে খায় না। তুমি অসুস্থ্য মানে অনেক সমস্যা।
রাত ৯ টা বাজে। আমি অফ থাকলাম। না হলে হয়ত তোমার প্রবলেম হবে।
নীচের দোয়াটা আর সুরা ফাতেহা ৩ বার করে পড়ে পানিতে ফু দিয়ে খেও। সাথে ওষূধ সময় করে খাও।

.
.
Take care.
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



