বরাবরের মত @ চিহ্ন মানে কপালকুন্ডের কথা আর # মানে মায়াবীর।
# .
@এসেছো !!!
ভাবছিলাম আজ বোধায় আর কথা হবে না। সারাদিন তো হলই না। ...
You should understand why I remember you in the whole universe.
You should know why my eyes are stuck in your gaze with so many eyes.
You need to listen, why the pain left behind never felt as much as the pain of you silence silence depression.
You should know everything, because in this big universe I am the only one who thought of your best before myself, dreamed of your happiness.
জ্বর কমেছে? মাথা ঘোরা ঠিক হইছে? ''তু'' আসলে Block মেরো...
#এই কথাটা শুনলে মন খারাপ হয়। But করতেই হয়।
@হুম জানি... তোমার নিজ থেকে বলাটা কঠিন। তাই একটু হালকা করতে, তোমাকেই আমি বলে দিলাম। যেন মনে হয়, আমি বলছি শুধু সে জন্যেই ব্লক মারছো।
# হুম...
@ব্শ্বিাস করো, খুব মিস করছি। অসুস্থ্য শরীর নিয়ে শুয়ে আছো। তোমার পাশে বসে হাতটা ধরে পাথরের মত বসে থাকতে ইচ্ছে করছে। যদি...যদি এক পলক দেখতে পেতাম এখন...
#বুঝলাম..... কিন্তু করতে পারি না কিছু। তোমার জন্য...
@আমাদের এই বোঝাপড়াটা বেঁচে থাক আজীবন।

@কাল তুমি বললা, আমি অন্য রকম হয়ে গেছি...। আসলে আমি জানতাম না যে ওনারা তোমার সেবা যত্ন করতেই আসছে। গা মুছে দেয়, মাথায় পানি ঢেলে দেয়...
আমার মনে হইছিল formality দেখাতে আসছিল বা হৈ হল্লা হবে, গল্প গুজব করবে, যেখানে তুমি মাথাই তুলতে পাচ্ছো না... খাওয়া দাওয়া করতে পাচ্ছো কিনা আল্লাই জানে... Negative কথাই বেশি মনে হয় জানোই তো...তাই miss spelling করে ফেলছি।
আমি জানি মন খারাপ করছো। আসলে situation টা বুঝতে পারিনি। কারন clear কিছু জানতাম না। আমি থাকলে হয়ত তোমাকে কোন কাজ নিয়া মাথা ঘামাতে দিতামনা। আরও বেশি সেবা যত্ন করতাম। যাই হোক... তোমার কাছে আসলে আমার আরও অনেক কিছু শেখার আছে। এটাও ঠিক আমি তোমার উপর ইদানিং অনেক demanding হয়ে পড়ছি। Emotional হইছি । Deep কিছু ভাবি না, ধৈর্য্য ধরি না। Rapid action এ চলে যাচ্ছি।
.
.
#কে যেন আসলো। অফ যাও।
@ Good Night.
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



