
@ Good morning. এখন সকাল সাড়ে ৭ টা। মনে হয় বেশি সকালে Knock দিয়ে ফেললাম। অবশ্য তুমি তো ৬ টার পরপর উঠে পরো। জানি না ছাদে হাটতেছ নাকি চা নিয়ে টেবিলে পা ঝাকাতে ঝাকাতে ফেসবুক দেখতেছ? ব্লক না উঠালে Whatsapp এই কথা গুলাও যাবে না।
.
.
কৈ বারে? সকাল ১০টা পার হয়ে গেল... কোন খবর নাই।
.
.
২৪ তারিখ রাতে বললাম, হাত টা ধরে পাথরের মত বসে থাকতে ইচ্ছে করছে। যদি তোমাকে একটু দেখতে পারতাম বা তোমার কাছে যেতে পারতাম !!! বলতে গেলে এরপরের দিন থেকে তুমি হাওয়া। এটা একটা হলো ?
মন খারাপ ছিল আমার... মন ভালোর চেষ্টা না করে উল্টো এখনও আমাকে ব্লক মেরে রাখছো... কষ্ট হয়না আমার?
.
.
আমার মায়াবী গো, ভীষণ মিস করছি... । জানো? নিজেকে কি করে সান্তনা দিচ্ছি? ভাবছি তোমার মেয়ের ফাইনাল এক্সাম, তাই অনেক বিজি। আবার ভাবছিলাম, তোমার কাজের বুয়ার টাইফয়েড, হয়ত এখনও আসতেছে না। এক হাতে সব সামাল দিচ্ছো। অথবা চাচ্ছো, মন খারাপের ব্যাপারগুলো আমি একা একা কাটিয়ে উঠতে শিখি... । যাই হোক সুযোগ হলে ম্যাসেজ দিও।
.
#হুম... দেই তো।
@ কবে এক্সাম শেষ? ফ্রি হবা কবে? দম বন্ধ হয়ে যায় তো তোমাকে না পেলে।
# ডিসেম্বরের ৭ তারিখ।
@ দোয়া করি ওর জন্যে যেন Question গুলা easy হয়। আজ যাওনি স্কুলে?
#গেছিলাম। রেখে আসছি। স্কুল বাসে আসতে বলছি।
@কয়টা থেকে এক্সাম শুরু?
#১০-১২:৩০
@তাহলে তো একটু পর ফিরতেছে...
#হুম।
@ছেলের পরীক্ষা শেষ?
# শেষ...
@ওর ব্লাড প্রেশার বাড়ছে?
# কয়েকদিন দেখিনি।
@ কি করো এখন?
# ওদের খাবার টাইম হয়ে আসল, রান্নাই হয়নি...
@আচ্ছা রান্না করো... আমি আছি। সকালে কি কি লিখছি দেখবা? কোন কিছু সেন্ট হয়নি।
#ব্লক করছিলাম। কট খাইছি পরশু। রাতের ম্যাসেজ... সব ... 'তু' ফোন নিতে চাইল, আর তোমার ম্যাসেজ আসতেছিল।
@এহ হে... সে অত তাড়াতাড়ি আসলো কেন সেদিন? আড্ডা দিয়ে নাকি ১০ টার দিকে বাসায় আসে? এ নিয়ে ডজন খানেকবার ধরা পড়লা। শুধু আমার ভুলের জন্যে। এরপর থেকে সে ফোন হুট করে নিয়ে নিলে যে কারও নাম্বার থেকে শুধু OFF লিখে সেন্ট করবা, আমি বুঝে নিব। কারন আমাকে ম্যাসেজ দেবার আর কেউ নেই।
কোন সিনক্রিয়েট করছে? চেচামেচি বা রাগারাগি? তোমার আম্মুর কাছে বিচার দেয়নি তো?
#তেমন না। কাউকে বলেনি।
@তোমাকে কি কি বলছে ?
# তবে খেপছিল খুব... কি আর বলার। ঐ এক পেচাল।
@আহারে... লক্ষ্যি টা আমার... কতই না যন্ত্রনা দিলাম এই বয়সেও। আচ্ছা আমি সাবধান হবো আরো। কথা বলা কমিয়ে দিব... যখন তখন টেক্সট আজ থেকে OFF আমার সাইড থেকে।
#আমি ব্লক করার সুযোগ পাইনি সেদিন।
@বুঝছি। কি কি লিখতেছিলাম ঐ রাতে?
# ছাদে পায়চারির ওসব...
@ Love You typer কিছু লিখছিলাম?
# না
@ পাথর হয়ে যাওয়া, বসে থাকা, এই সব কথা কি লিখছিলাম?
# না তো... এরকম ম্যাসেজ তো পাই*ইনি। নাকি সে দেখতেছিল, জানি না।
@অনেক কিছুই তো লিখি... কোন দিন কি লিখছি মনে পড়ছে না। সে রাতে মনে হয় বেশি কিছু লিখিনি। ঐ তোমার সাথে সারাদিন যোগাযোগ নেই... রাত ৮ টার মত... ছাদে গিয়ে পায়চারি করতে ইচ্ছে করছে... যাওয়ার উপায় নেই... এইসব হাবিযাবি... মন খারাপ ছিল... তাই সে ধরনের কথা বার্তা...
#হুম...
@ যতদূর মনে পড়ে, দেখছিলাম ম্যাসেজ রিড হচ্ছে। ভাবছিলাম, তুমি হয়ত দেখতেছ পড়াতে পড়াতে। তাই পর পর দিচ্ছিলাম। তুমি নিউ ফোন কিনতো একটা... ডবল প্রোটেকশান পাসওয়ার্ড সিস্টেম থাকবে...একটা হল ফিসগার প্রিন্ট/ফেস ডিটেকশন। অন্যটা হলো PW for whatsapp only. যদি সেটাও যেনে যায়... voice command pw সেট করা থাকবে। শুধু বলবা হাই সিরি, মোবাইল সুইচ অফ... তোমার গলার voice command শোনা মাত্র ফোন লক হয়ে যাবে। কারও বাপের ক্ষমতা নাই ফোন খোলে। মেকারের কাছে যেতে হবে, না হয় তোমাকে খুলে দিতে হবে।
#তাও লাভ হবে না।
@কেনাে? তোমাকে চাপে ফেলে pw নেয়? তোমাকে যে দুটা ফোনের মডেল নাম্বার দিছি, পছন্দ না হলে একই কনফিগারেশনের অন্য ফোন নিতে পারো। তোমার ডিবিবিএলে ৩০ মত দিছি। এই ফোন গুলা ৩০ এর ভেতরেই। তার মধ্যে OnePlus Nord CE5 8/256GB battery 7100 mAh এই ফোনটার সফটওয়্যার ফ্যাসালিটি + ক্যামেরা অনেক ভাল। সাথে অনেক ফিচার আছে। ভয়েস কন্ট্রোল, এনএফসি মত কিছু আছে তোমার পছন্দ হবে। যে কোন ছবি তুললেই ভাললাগবে। অনেক ঘেটে ঘুটে ফোন দুটা সিলেক্ট করছি।
# অফ যাই...
@ আচ্ছা আমিও হাতের কাজ সেরে নেই। বিকেলে থেকো...
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



