
আজ পূর্ণিমা। ময়না কে ম্যাসেজ দিলাম:
"আজ পূর্ণিমা। ভাল থেকো..."
সারাদিন খুব ব্যস্ত ছিলাম। ইদানিং ফোন নাকি ওর কাছে থাকে না। আসলে নানা অজুহাত। অজুহাতের হাজার হাত। তবুও ওকে বিশ্বাস করি।
এভাবে আর হয় না। মেনে নেয়া যায় না। অনেক বার অনেক ভাবে বুঝিয়েছি, বলেছি... আমার কাছে আসতেও রাজি। কিন্তু শেষ মেষ কি হয় জানি না। মত পাল্টিয়ে ফেলে।
আসলে ওকে আমার মায়া থেকে মুক্তি দেয়া দরকার। ও দো-টানায় আছে। আমাকে যদি সত্যিই চাইত, খুব করে চাইত নিজেই ব্যবস্থা নিত। আজও কোন ব্যবস্থা নেয়নি...
আমার মায়া ছাড়তে পারলে ওর জীবনটা আরও অনেক সুন্দর হবে। আমারই উচিত সরে যাওয়া। যাব... বেঁচে থাকলে সেটা সম্ভব না। দুনিয়ার মায়া ছাড়তে হবে। অনেক কাজ বাকি পড়ে আছে। গুছিয়ে নিতে হবে। উপায় নেই... কারন ওকে আমি নিজের চেয়েও বেশি ভালবাসি। ভালবাসার মূল্য চিরতরে সরে গিয়ে চুকাব। কপালকুন্ডদের ভাগ্য এমন হওয়াটাই স্বাভাবিক।
খোদা মাফ কইরো... মায়াবীকে ভাল রেখো...।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২৫ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



