somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনন্দিন জীবন (07Dec2025): একটু আদর দিয়ে দাও - একটু জড়িয়ে ধরবা?

০৮ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৮:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন গড়িয়ে বিকেল। গোধূলির আলো যখন পশ্চিমাকাশ লাল বানিয়ে দিচ্ছিল, তখন মায়াবীর সাথে আবারও কথা শুরু হল। তার কিছুটা নোট রাখলাম আজও।

সব সময়ের মত এখানে @ চিহ্ন মানে কপালকুন্ডের কথা, আর # মানে মায়াবীর কথা।


#কি খবর?
@ এই তো...



#কি হইছে?
@কিছু না...
#বল্লেই হলো? মন খারাপ কেন?
@কই? সব ঠিক ঠাক...
#তাই? আচ্ছা... । বুঝি আমি...
@ কি বুজলে?
# মন খারাপ করে আছো...
@ মানুষের মন থাকে। আর যাদের মন থাকে, তাদের মন খারাপ হয়।
#হুম...
@আমি তো মৃত মানুষ... A dead man never ever has mind and don't bother whatever happened. এখন বলো রুগি কেমন দেখলে? শ্বাশুড়ির চোখের কি অবস্থা?
#যাইনি...
@বিকালে অফ পেলাম যে ...! ভাবছিলাম ঐ বাসায় গেছো রুগি দেখতে। ... বাচ্চারা বোধায় তোমার আসে পাশে তাই না?
# এখন নাই কেউ...
@ ও ! চা খাইছো? I am thrusty to have a cup of milk tea made by you.
# কত কাউরে খাওয়াই, শুধু প্রিয়জন কেই পারি না।
@ খাওয়ালে তো নেগেটিভ ক্রেডিটটা আর থাকলো না। মন খারাপ করার দরকার নাই। সবাই কে খাওয়ায়ে খাওয়ায়ে হাত পাকা করো। তাইলে আমি পাবো সেরা চা। আচ্ছা কুরআন হাদিসে চা / কফি নিয়া কিছু নাই। জান্নাতে কি পাওয়া যাবে না? ধরো দুনিয়াতে তোমার হাতের চা খাওয়া আর হলো না... ঐখানে যদি সেটা পূরন করতে চাই, আল্লাহ সে সিস্টেম রাখবে না?

@#একথা কেন বলতেছ?? কি হলো???
@ ইচ্ছে করতেছে তো তাই বললাম...। তোমার উনি কয়টায় আসবে?
# জানি না। নবীনা কই?
@ ল্যাপটপ আমার কোলে। তার পেছনেই বসে আছে।
# ধুর ... আচ্ছা অফ যাও।
@ফেসবুকে মাঝে মাঝে পোস্ট দেই... নটিফিকেশন পাও?
# না...
@ তাইলে তো আমার একাউন্ট থেকে কিছুই দেখ না। আমি ভাবি, তুমি দেখতে পাও, দেখ হয়ত। তাই রিয়েল টাইমে রিয়েল মুড রিলেটেড পোস্ট দেই।
#যখন আইডি তে যাই তখন দেখি। প্রতিদিন এক/দুবার দেখি।
@ আজ পূর্নিমার শেষ রাত। A Big wish of all happiness in this Full-moon night to You.
#happiness ??
@ তাহলে কি লিখব?
# wish তো করতেই পারো। but তোমাকে ছাড়া সেইটা impossible. বোঝ আর না বোঝ।
@To make it surrounding you...লেখা যায়। but I have no social right till now. So, I can't do that right now.



# সব হবে ইনশাল্লাহ।
@ but চুলগুলো আর কাল থাকবে না বেশির ভাগ। হয়ত তুমি লাল ড্রেস পড়তে অথবা আমি চকচকে ড্রেস পড়তে সে সময় লজ্জা পাবো।
#অত লেট করবো না।
@ তাইলে তো ভাল... সন্ধ্যায় কি খাইছো?
#খাইনি ... চা খেতে ইচ্ছে করছিল but খাবো না।
@চা খাও... আমার কথায় মন খারাপ করো না তো। রাতের জন্যে কি রান্না করতে হবে?
#হুম।
@ আজ ২টা মুভি দেখলাম। পোর্টেবল হার্ডডিস্ক অনেক ফাকা করলাম। দুপুরে ঘুমানোর ট্রাই করলাম...হলো না। সারাদিনে শতবার তোমার ম্যাসেজ চেক করলাম... একটাও এলাে না। ভোর ৬টায় উঠছি। রাতেও ২ টার পর ঘুমাইছি। Today, I am missing you in a way that it feels like a stone crasher machine is making me stone into dust.



# একটু আদর দিয়ে দাও... OFF যেতে হবে একটু পর। কখন ফ্রি থাকো বলোতো... একটু ভিডিও কল দিব সে সময়।
@ সকাল ১১ টার পর, তখন থেকে ২ টা পর্যন্ত, আবার বিকালেও। সন্ধ্যায় নবীনা বাইরে গেলে সব চেয়ে সেফ টাইম। কাল ডেন্টিস্টের কাছে যাবে ৭-৮টার ভেতরে।
#আচ্ছা ফ্রি হইলে বলো।
@আজ আদর করলে আর কিছু করতে ইচ্ছে করবে না তোমার।
#এমনিতেই করছে না। তোমার মুড অফ থাকলে আমার ভাললাগে না।
@কল্পনায় আর শব্দের বুলি দিয়ে আর কতদিন আদর করব? অনেক বছর তো শেষ হয়ে গেল...সেই শুরু থেকে।
#আচ্ছা থাক... Bye...
@আজ ওভার লোডেড মুড আমার। ভীষণ মিস করছি ... আচ্ছা বেলকুনিতে যাও।
রেলিং ধরে দাঁড়াও। তার আগে পেছনে ঘরের ভেতরের সব লাইট অফ করে দাও। আমাদের আবেগে-আদরে আর কারও দৃষ্টির ছোয়া না লাগুক... শুধুই তুমি আর আমি... আমরা।
.
চাঁদের আলোয় আশপাশটা দেখতে পাও? কুয়াশায় অনেকটা ঝাপসা তাই না? চাঁদের পেছনে কোটি কোটি তাঁরার মেলা, তবুও আকাশের বুকে শুধু মায়াবী চাঁদটাই জ্বল জ্বল করছে। আমার মনের আকাশেও শুধু তুমি...
.
কি হলো? চোখ ছলছল করছে যে...? এতো কাঙ্গাল কেন তুমি? যা দিতে পারি না... যার মূল্য চুকাতে পারি না...সেটার জন্যে এতো পাগল? এতো ভালবাসলে হয়? এত এত ভালবাসতে শেখালে কেন আমায়? বাঁচতে মন চায় হাজার বছর... শুধু তোমার জন্যে...। এ দেহে প্রাণটা কৃতজ্ঞতায় মায়া করে পড়ে আছে... শুধু তোমার জন্যে, তোমার আশায়। ভালবাসার পরিপূর্নতার আশায়...
.
বেশি Cinematic কথা বলছি তাই না?
.
...তোমার আলো আঁধারি মুখটা পূর্নিমার আলোয় দেখতে থুতনির নীচে আলতো করে ধরে আমার দিকে ফিরে নিলাম... আর বললাম: I LOVE YOU ... সত্যিই ভীষণ ভালবাসি... সত্যিকার অর্থেই ভালবাসি।
.
বুক থেকে সবটুকু শ্বাস হাম-নি:শ্বাস হয়ে যেন বেরিয়ে গেল... নিরবতা ভেঙ্গে আবারও বললাম: একটু জড়িয়ে ধরবা?
.
মনে মনে বললাম: কাঁদার সময় কান্না লুকাতে এ বুক দিয়ে যেন আগলে রাখতে পারি... সুখের সময় যেন এভাবে জড়িয়ে শরীর মন সব কিছু দিয়ে তোমাকে অনুভব করতে পারি ... আল্লাহ... আমায় মাফ করো। আমাদের আর কষ্ট দিও না।
.
আমার বাম কাঁধে তোমার গরম নি:শ্বাস পড়ছে। এটা অন্য রকম একটা পাওয়া... জীবনটা কেমন যেন হয়ে গেল আমাদের...
.
পিঠে এলোমেলো ভাবে চুল ছড়িয়ে আছে। মাঝে মাঝে হাত বুলাচ্ছি... কিছু যে বলব, গলা দিয়ে যেন আওয়াজ বের হচ্ছে না।
.
শোন মায়াবী কন্যা, অনেক হইছে ...এবার তাকাও আমার দিকে... তুমি আমার সোহাগী বউ না? ... আমার লক্ষীটা ... আমার কলিজা... সোনা আমার... আর ক'টা দিন অপেক্ষা করো... অথবা যেকোন সময় আমাকে বল যে, তুমি রেডি। বোঝাতে পারলাম?
.
#অফ যাই...

@ একটু দাঁড়াও। তোমার কপালে সেঁতির গোড়ায় আলতো্ একটা একটু চুমু দিতে দাও, তারপর যেও।

# হুম...

@বোঝ কি না জানি না...ভীষণ কষ্ট হয়...এভাবে আর হয় না... মেনে নেয়া যায় না। ছোট্ট্ এক জীবনে অনেক বেশিই কষ্ট দিয়ে ফেললাম ... এর জন্যে আমাকে কখনও ক্ষমা করো না।
.
এখন যতটা ফিল করছি, ততটা লিখে বোঝাতে পাচ্ছি না সোনা... তারচেয়ে চলো আকাশের চাঁদ দেখি। চাঁদের আলো গায়ে মাখি...
.
অনেক দেরি করে দিলাম তোমার। তুমি বরং এখন অফ যাও...
.
# Bye...
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এ যুগের বুদ্ধিজীবীরা !

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ রাত ১:৪০


ডিসেম্বর মাসের চৌদ্দ তারিখ বাংলাদেশে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। পাকিস্তান মিলিটারী ও তাদের সহযোগীরা মিলে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করেন লেখক, ডাক্তার, চিকিৎসক সহ নানান পেশার বাংলাদেশপন্থী বুদ্ধিজীবীদের!... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৯:০৭

ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)

০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন

টাঙ্গাইল শাড়িঃ অবশেষে মিললো ইউনস্কর স্বীকৃতি

লিখেছেন কিরকুট, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ১০:৫৭



চারিদিকে যে পরিমান দুঃসংবাদ ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে নতুন এক গৌরবময় অধ্যায়ের সূচনা হলো বাংলাদেশের টাঙ্গাইলের তাতের শাড়ি এর জন্য, ইউনেস্কো এই প্রাচীন হ্যান্ডলুম বুননের শিল্পকে Intangible Cultural... ...বাকিটুকু পড়ুন

আধা রাজাকারি পোষ্ট ......

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৫৬


আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

লিখেছেন জেন একাত্তর, ১৫ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:২০



কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।

ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

×