ভোরের আকাশে শুকতারা দেখতে পাই
এত দূরে যে তোমায় আজ কতদিন দেখি না।
সকালের সোনালী রোদ তোমায় ছুঁয়ে যায়
শুুুধু আমি পারি না।
বেলকুনির ঐ গোলাপ টা তোমায় দেখে দিন শুরু করে
শুুুধু আমি এক পলক দেখতে পাই না।
শিশির ভেজা সকালে সতেজ হাওয়া তোমার মন ভুলিয়ে দেয়
কিন্তু আমি তোমার মন ভোলানো গান শোনাই না।
তুমি আমার ভাবনার শেষ ঠিকানা
দিগন্তের এপারের-ওপারের রাজকন্যা।
শুভ সকাল...
হেমন্তকালের হৈমন্তীকে আমার প্রাণঢালা শুভাশীষ।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০২৫ সকাল ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



