আমার বয়ানে কিছু গন্ডগোলের কথা শোনানোর ইচ্ছে ছিল
সেভেন্টিওয়ানের কথা সবাই জানেন, তারপরে আরো অনেক গন্ডগোল হয়েছে,
এখনও হচ্ছে, এখনও আমরা ঘরে থাকি, তখনও থাকতাম
যুদ্ধ করার সাহসের অভাব একটু আছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের তখনও মুরি, গুর ঠিকই খাইয়েছি
এখনও খাওয়াই, গন্ডগোলে যাদের খাওয়া হয় না
তাদের ক'জনকে খাইয়েছি, তবে এখন আগের মত
প্রতিদিন একই দাম দেখিনা, বাড়ন্ত দামে পুরানো চেহারা
বড় ভীমরি খাই, ওয়ালেট খালী হয়ে ঘরে ফেরে কখনও
তবুও গন্ডগোলের সাথে কোন তেমন শত্রুতা নেই
যেমন ঢাল বেয়ে রিকশাআলারা যখন যেতে চায় না,
নেমে যাই, দোকানী যখন দাম বাড়িয়ে দেয়, কিনে নেই
কারণ এখণ মনে হয় আমি বাঁচলেতো হবে না
এদেরও বাঁচতে হবে।
এখন স্বাধীনতা আর মুক্তির আন্দোলনকে আমার স্বাধীণতার যুদ্ধ মনে হয় না
স্রেফ গন্ডগোল মনে হয়
আর এমন গন্ডগোলে আমি যোদ্ধা হতে চাই না
আমি কেবল নিজেকে বাঁচাতে চাই
কারণ দেশের জন্য আমার মৃতু্যতে দেশের কোন লাভ হবে না
তার চেয়ে ঢের ক্ষতি হবে আমার পরিবারের!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



