নতুন দীক্ষায় দীক্ষিত হলাম ঋষি
সব কিছু এক নিয়মে চলার মত মানবআকর খসে গেছে
এখন বয়স্ক শকুনেরা পিঠের কুঁজ নিয়ে হেঁটে বেড়ায় বনেবাদরে
এখন অনেক আশংকা জাগানিয়া রোমহর্ষক গল্পে ভারী হয়েছে পাংশুল মুখ
হাতের সংকটে, ললাটের লিখন বলে দোষ দেই অনিদৃষ্ট ইশ্বরকে
তার সাথে মিলেমিশে নিজেকে একজন ইশ্বরী উপহার দেই
যুগপৎ ধান্দাবাজি মিলেমিশে হয়েছে উর্বশীদের খোলনলচে পালটাবার
একদিকে বাঁকানো ধনুক, অন্যদিকে ক্ষুরধার তীরের আস্ফালন
দয়া করে এটুকু পুরোটাই নাও, যদিও তোমার অনেক ক্ষুধা জেগে উঠেছে সমরে
তার পাশে দুপশলা বৃষ্টির মত কষ্টের বাজারদর দেখে
এখনও কিনে দিতে পারবো হয়তো পরিশ্রান্ত আঙুলে কয়েকটা অবসর
তারপরে কোন লেখা আর কথা হবার বাসনায়
তোমার কষ্টে বেড়ে ওঠা ভালোলাগায় করবে না স্নান
তারপরে বহূদূর থেকে ভেসে আসা বিক্রয়ের জিংগেল শুনে
পান্ডুলিপি নেচে উঠবে ইতিহাসের সূচীপত্রে, ওহ এমন ছিল দিন!
আমি সর্নিবন্ধ পথ্যিসেবন করে দুস্থ কাঁশিতে কয়েকফোটা রক্তের রঙ
রুমালে ফেরি করে জানাব অনাকাংখিত সময় চোরাবালি
কেমন নিয়েছে কেড়ে স্বর্নালী কয়েকলক্ষক্ষণ!
হাপুস নয়নে আরেকটু দিগম্বর সাহসে, আরেকবার হবে জন্ম
সে জন্মে তোমার জন্য হংসরাজ, আর বিশাল দিঘীতে টুইটুম্বুর জলে হাজারবার সংগমের আশা দেব
আর এখন স্রোতস্বীনি অন্ধকারে আমার মোহময়তার অবমুক্তি টানি!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



