এবারের বাঘশুমারীতে নেতাদের চাই
নেতারা গুনে দেবে আমাদের কত বাঘ আছে
সুন্দরবনে তারা যখন বাঘ গুনবে,
তখন জনগন তাদের পাহারা দেবে
যতক্ষণ পর্যন্ত প্রতিটি বাঘের সাথে তাদের না হচ্ছে সাক্ষাত
ততক্ষণ তাদের জংগলেই থাকতে হবে!
আশা করা যায় তাদের রাজপথের বাঘের হুংকার
সেখানেও বেশ ক্রিয়াশীল হবে
বাঘ কি আর বাঘের মাংশ খাবে!
আর যদি সত্যিই খায় তবেও তো বেশ বেশ
ধরে নেব বাঘ ছাড়া নেতা হওয়া সম্ভব নয় এ দেশে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



