
গতকাল জীবনের প্রথম প্রেজেন্টেশান দিলাম। টপিক্স ছিল "আইপি আড্রেসিং"।
পাওয়ারপয়েন্ট দিয়ে স্লাইড বানালাম। দেখতে মন্দ হ্ল না। এমনিতে আমি প্রচন্ড নার্ভাস, ওরিয়েন্টেশান প্রোগ্রামে নিজের নাম বলতেই প্রায় গুলিয়ে ফেলছিলাম। গত সেমিষ্টারের দুটো প্রেজেন্টেশান দিলাম না। কিন্তু এবার আর না দিলেই নয়।
তো মাথায় একটা আইডিয়া আসল। ভাবলাম, নেক্সট স্লাইড যেতে কিবোর্ড ব্যাবহার না করে মোবাইল ব্যাবহার করলে কেমন হয়।
আমার ব্লুটুথ ডিভাইসটা ভার্সিটির পিসিতে দিলাম সেটাপ। এবার মোবাইলের "রিমোটকন্ট্রোল" জাভা এপ্লিকেশন দিয়ে দূর থেকেই নিয়ন্ত্রন করলাম স্লাইডগুলো।
বামহাতের মাঝে মোবাইল ছিলো লুকানো। স্যার-ও প্রথমে অবাক হলেন, বুঝতে পারছিলেন না কিভাবে প্রেসেন্ট করার সাথে সাথেই পরবর্তী স্লাইডে অটোমেটিক চলে যাচ্ছে।
যাই হোক, শুধু প্রেজেন্টেশান কন্ট্রোল না, আপনি চাইলে মোবাইলকে পুরো তারবিহীন মাউস হিসাবে ব্যাবহার করতে পারেন। ব্যাপারটা খুব সুন্দর, আপনি শুয়ে শুয়েই আপনার মোবাইল দিয়ে কম্পিউটারের গান পরিবর্তন করবেন, সব কাজই করতে পারবেন।
এখন আসেন আপনার লাগবে কিকি?
একটা ব্লুটুথ ডিভাইস আপনার পিসির জন্য। এটার দাম খুবই কম। মাত্র ২০০-২৫০ টাকায় ভালো মানের ব্লুটুথ ডিভাইস পাওয়া যায়।
আর লাগবে আপনার মোবাইল। মোবাইলে অবশ্যই ব্লুটুথ থাকতে হবে, এবং HIHID HID profile (এইচ।আই।ডী প্রোফাইল) থাকতে হবে।
আর মোবাইলে যদি কোন সফটওয়্যার দেয়া না থাকে, তাহলে
Bluetooth Phone remote control 5.2 Full Cracked (abhi).rar
এটা ইউজ করতে পারেন।
এই সফটওয়্যার থাকলে মোবাইলের পর্দায় মনিটরের সব কিছুই দেখতে পাবেন শুধু ভিডিও ছাড়া।
কোন সমস্যা হলে আমাকে জানাবেন।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১০ সন্ধ্যা ৬:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




