
গতকাল রাতে ঘানা-আমেরিকার খেলা পু্রো দেখিনি, ঘুমিয়ে পড়েছিলাম। প্রতিদিনের মত আজ সকাল সাতটার দিকে ঘুম ভাঙলো। ঘুম ঘুম চোখে পত্রিকা হাতে নিয়েই দেখলাম আজ হরতাল। আজ হরতাল? মনেই ছিল না! পরীক্ষা ছিলো একটা, কি মজা ভার্সিটিতে যেতে হবে না।
আমাকে আর পায় কে, পত্রিকা রেখে দিলাম আরেকটা ঘুম। ঘুম থেকে উঠে দেখি, ছুটি উপলক্ষ্যে বাসায় বিশাল রান্নার আয়োজন হচ্ছে।
আমার মত মধ্যবিত্ত এবং বড়লোক ফ্যামিলির জন্য হরতাল আনন্দের একটা দিন। আজ যদি অফিস নাও করতে হয়, তবুও সবাই মাসের পুরো বেতনই পাবে। তাদের আর চিন্তা কি? আমার মত আনেকের বাসায়ই হয়তো গোস্ত পোলাও রান্না হচ্ছে, বাইরের এই বৃষ্টি ভেজা আদ্র বাতাসে অনেকেরই হৃদয় ভালোবাসায় আচ্ছন্ন হয়ে আছে।
কিন্তু যারা ইনকাম করতে পারছে না, হরতালের জন্য তাদের কি হচ্ছে, তা কি আমরা চিন্তা করছি? আমাদের বিরোধী নেত্রী কি চিন্তা করছে?
বিরোধীদলীয় নেত্রী কি হরতাল করে এই মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত দের জন্য? মুখে বলার সময় এরা বলে সাধারন মানুষের দিকে তাকিয়েই তাদের এই হরতালের আয়োজন। তারা কি আদৌ এই সাধারন মানুষদের দুঃক্ষ কষ্ট বোঝার চেষ্টা করে?
আমার তা মনে হয় না, যদি করতো তা হলে দেখতে পেত হরতালে সব চেয়ে বড় ক্ষতি হয় গরীবদের, বিশেষ করে দিন আনা দিন খাওয়া - খেটে খাওয়া শ্রমিকদের। তবুও নিজেদের কোন স্বার্থ হাসিল করার জন্য এরা হরতাল ডাকে?
আমি হাসিনার দলেও না, খালেদার দলেও না। দুজনই একই রকম। কারোরি মুখের কথার দাম নাই। ক্ষমতা অনুযায়ি কথার ধরন পালটায়।
আমি ছিলাম "না" ভোটের দলে। তত্তাবধায়ক সরকারকে নিয়ে অনেকের ক্ষোভ থাকলেও আমার কোন মাথা ব্যাথা ছিলো না। তত্তাবধায়ক সরকারের অনেক দোষ ত্রুটি থাকলেও আমি এদের চেয়ে তত্তাবধায়ক সরকারকেই শ্রেয় মনে করি।
এদের দিয়ে যখন কিছু হবেই না, কাদা ছোড়াছুড়ি ছাড়া, আনেক আশা ছিলো পরবর্তী প্রজন্ম তারেক জিয়া, জয় অন্তত দেশের জন্য কিছু করবে। কিন্তু সে আশার গুড়ে বালি, তারেক জিয়ার ফর্ম অনেক আগেই শেষ, জয়ের নামেও অনেক রিপোর্ট। কিছু প্রমান এই ব্লগেই সম্ভবত দেখেছিলাম।
বলতে পারেন, এখন আমি কার আশায় বসে থাকব? কোন সুদিনের আশায়? পরবর্তী প্রজন্মও এভাবেই যাবে? কখনোই কি আমাদের উন্নতি হবে না? অন্যান্য দেশের চেয়ে আমাদের মেধা কোন অংশেই কম নেই, শুধু সঠিক দিক নিদের্শনার অভাবে যুগ যুগ ধরে আমাদের অন্যের করুনা ভিক্ষা করে, ঋনের আশায় বসে থাকতে হবে?
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১০ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




