অনাকাঙ্খিত নাম্বার থেকে "কল ব্লকিং এবং SMS ব্লকিং"
BTRC র উচিত গ্রাহকদের এই দুটি সার্ভিস দিতে সকল মোবাইল অপারেটরদের বাধ্য করা...
আমার মনে হয় ক্ষমতার সাথে কমনসেন্স ব্যাস্তানুপাতিক, না হলে ক্লাস ৫ এর বাচ্চারা যা বোঝে, উপরতলার ক্ষমতাধর মানুষ জনও সেটা কেন বোঝেনা?
সহজলভ্য সিম, সঠিক কাগজ পত্রও লাগে না, দামও কম, ১০ সেকেন্ড পালস, খুবই কম কলরেট
সবই ঠিক আছে... কিন্তু প্রযুক্তির অপব্যাবহার হলে সেটার প্রতিকারের উপায় যখন জানা আছে তখন কেন আমরা সেটা গ্রহন করব না??
*** এয়ারটেলে ফোন দিয়ে আমি যখন কলব্লক সার্ভিসটি চাইলাম, তারা বলল সাময়িক অসুবিধার জন্য তাদের এ সার্ভিসটি বন্ধ আছে, আমি জিজ্ঞাসা করলাম approximately কত দিন পরে চালু হতে পারে??
তারা উত্তর দিলো চালু হওয়ার আপাতত কোন সম্ভবনা নেই, আপনি RAB এর সাথে কন্টাক্ট করুন
*** কেন বাবা এত ঘুরাঘুরি হয়রানি? আমি কি প্রতিটা নাম্বারের জন্য প্রতিবার র্যাবের কাছে ঘোরাঘুরি করব? যেখানে BTRC বললেই খুব সহজেই অপারেটরের কাছ থেকেই USSD menu / Web Account Panel / Call করে এগুলো ম্যানেজ করা সম্ভব... এবং এটা ফ্রিতেই করা উচিত...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




