বৃষ্টি
বাহিরে ঝরছে বুষ্টি অবিরাম ধারা
খাল বিল নদী নালা পানিতে সারা
চারিদিক গেছে ডুবে
হাহাকারে মরছে সবে
বৃষ্টি নেমেছে তবে
ভিজছে কারা
গরীব মুুটে আর রেল লাইনের কুলিরা।
বাতায়নে বসে একা চেয়ে বহুদুরে
বৃষ্টিরা যাবে কখন ঘরেতে ফিরে
আমি তো যেতে চাই
যেখানে তাহারে পাই
যাওয়ার তো উপায় নাই
বসে তাই ঘরে
তোমারে ভাবছি তাই বসে মনেতে করে।
বৃষ্টি তুমি যাওনা গো চলে বিদেশে
রোদকে সহসা পাঠিয়ে এ দেশে
জানোনা মনের কথা
বলব মনের ব্যথা
ছেড়ে তুমি যাও এথা
অন্য দেশে
আজ বলব কথা তারে হেসে হেসে।
বাহিরে ঝরছে বুষ্টি অবিরাম ধারা
খাল বিল নদী নালা পানিতে সারা
চারিদিক গেছে ডুবে
হাহাকারে মরছে সবে
বৃষ্টি নেমেছে তবে
ভিজছে কারা
গরীব মুুটে আর রেল লাইনের কুলিরা।
বাতায়নে বসে একা চেয়ে বহুদুরে
বৃষ্টিরা যাবে কখন ঘরেতে ফিরে
আমি তো যেতে চাই
যেখানে তাহারে পাই
যাওয়ার তো উপায় নাই
বসে তাই ঘরে
তোমারে ভাবছি তাই বসে মনেতে করে।
বৃষ্টি তুমি যাওনা গো চলে বিদেশে
রোদকে সহসা পাঠিয়ে এ দেশে
জানোনা মনের কথা
বলব মনের ব্যথা
ছেড়ে তুমি যাও এথা
অন্য দেশে
আজ বলব কথা তারে হেসে হেসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



