কাঁখের কলসে। এসে কাছে - দেখি
কীভাবে চুম্বনের দাগ নিয়ে ভেসে যাচ্ছে
মেঘ। আর রাহুর রহস্য,তোমার কথার পালকে
জেগে থাকছে সারারাত। কথা ছিল গল্প শোনাবে।
প্রেমপতঙ্গরা কীভাবে মিলিত হয় ঘাসের গৃহীত জীবনে।
কতোটা পৃথক হলে পালকের রঙে
তুমিও রাখো হাত আমাকেই বেগানা জেনে ......
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১২ রাত ৩:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




