এএইচ তামীম: প্রথম ম্যাচে বাংলাদেশ আশা জাগিয়েও পাকিসত্মানের কাছে ২১ রানে হারে। তাই সুপারএইটে উঠতে হলে আজ বাংলাদেশের জয় ছাড়া কোন পথ খোলা নেই। অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ম্যাচে পাকিসত্মানকে ৩৪ রানে হারিয়ে সুবিধাজনক স্থানে আছে। আজ তারা বাংলাদেশের সাথে অল্প ব্যবধানে হারলেও দ্বিতীয় রাউন্ড অনেকটা নিশ্চিত।
আর বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে খেলতে হলে অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানেই হারাতে হবে। প্রথম ম্যাচে আশরাফুল ও সাকিব আল হাসান বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। কিন্তু শেষ ৬ ওভারে বাংলাদেশ ৮ উইকেট হাতে রেখেও ৫৯ রান করতে পারেনি। শেষ ৫ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫৩ রানের । যা ২০-২০ ক্রিকেটে সবসময়ই করে থাকে দলগুলো। বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা শেষ ৫ ওভারে ৩১ রানে ৫ উইকেট হারায়। বাংলাদেশ দল সম্পর্কে অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক বলেন, বাংলাদেশ দলটি অন্যান্য দলের মতোই শক্তিশালী। এদের হালকা করে নেয়ার কিছু নেই। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ওয়াটসন বলেন, বাংলাদেশ দলে এমন কিছু ব্যাটসম্যান আছে যারা ভাল করার ড়্গমতা রাখে। আজকের ম্যাচ সম্পর্কে বাংলাদেশের অধিনায়ক সাকিব বলেন, ম্যাচ জয়ের জন্যই মাঠে নামবো। আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে ভাল করার চেষ্টা করবো। এদিকে আজকের ম্যাচ সম্পর্কে বাংলাদেশের কোচ জেমি সিডন্স অস্ট্রেলিয়াকে সতর্ক করে দিয়ে বলেছেন, কিংস্টন ওভালের পিচ ফাস্ট বোলারদের সাহায্য করবে কিন্তু এটা স্পিন বোলারদেরও সাহায্য করবে যা আমাদের খুবই কাজে আসবে। বাংলাদেশের বিরম্নদ্ধে ৪ জন পেসার নিয়ে খেলাটা ভাল পস্নান কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে যদি পিচ ততটা ফাস্ট বোলারদের সাহায্য না করে। বাংলাদেশ আজ ‘এ’ গ্রম্নপে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারাতে পারলেও সমীকরণ হিসেব করেই দুটি দল এই গ্রম্নপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠবে। কিন্তু টোয়েন্টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়াকে বাংলাদেশের হারানোর পূর্ব অভিজ্ঞতা নেই। তারপরও টোয়েন্টি-২০ ম্যাচে কোন দলই নিজেকেই ফেভারিট মানে না। সবারই যেন এক ভাষ্য, ম্যাচের দিন যে দল ভাল খেলবে সেই দল সেদিনই জিতবে। কারণ এ ধরনের ম্যাচে ভুল শুধরানোর সময় থাকে না। তাই অস্ট্রেলিয়ানদের ভুলের সুযোগ নিতে পারলে বাংলাদেশেরও এ ম্যাচ জয়ের সম্ভাবনা উজ্জ্বল। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকরা আজ সেদিকেই তাকিয়ে থাকবে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



