জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল নিজস্ব অনলাইন ই-বুক প্রকাশ করবে। চলতি বছরের মধ্যেই ই-বুকটি প্রকাশ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। গুগলের ই-বুক আমাজনের জনপ্রিয় কিন্ডলের প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে আসছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্ডলের বইয়ের তথ্যপ্রতিষ্ঠানের নিজস্ব স্টোর এবং অ্যাপলের আইবুকস্টোর থেকে পাওয়া যায়। গুগলের এ ই-বুকে প্রায় ১০ কোটি ২০ লাখ বই স্ক্যান করে যুক্ত করা হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান ইয়াকিং গ্রুপ জানায়, যুক্তরাষ্ট্রে ই-বুকের বাজার বর্তমানে ১৩০ কোটি বিলিয়ন ডলার যা ২০১৩ সালের মধ্যে ২৫০ কোটি হতে পারে।
গুগলের ই-বুক সংস্করণটি ওয়েবভিত্তিক যা মোবাইল ফোন, ল্যাপটপ ও ডেক্সটপ কম্পিউটারে চলবে। এ ই-বুক প্রকল্পে গুগল লক্ষাধিক বই ডিজিটাল ফরম্যাটে করার পরিকল্পনা নিয়েছে বলে জানা গেছে। ই-বুকের বিশাল এ বাজারে এখন অ্যাপল, আমাজন আর গুগলের মধ্যে কে সেরা, সে প্রতিযোগিতা চলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
গবেষকদের মতে, গুগলের ই-বুক কার্যক্রমের ফলে বাজারে টিকে থাকতে বড় ধরনের প্রতিযোগিতার সম্মুখীন হবে আমাজন। এ ছাড়া আগামী পাঁচ বছরে বড় ধরনের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তাঁরা। তবে গুগলের ই-বুকের দাম কী রকম হবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি। তবে ই-বুকে বই প্রকাশের ব্যাপারে আইনগত কোনো সমস্যা হবে না বলে জানিয়েছে গুগল কর্তৃপক্ষ। —বিবিসি অবলম্বনে নুরুন্নবী চৌধুরী
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



