ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি তদন্তকারী দল সোমবার সাবেক স্থানীয় সরকার মন্ত্রী ও বহিষ্কৃত বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়াকে একটি মামলায় জিজ্ঞাসাবাদ করেছে।
মান্নান ভুঁইয়ার গুলশানের বাসায় দুদকের সহকারী পরিচালক হারুনুর রশীদের নেতৃত্বে তিন তদন্তকারী এক ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন। সকাল ১১টা থেকে ১২টা ১৫ পর্যন্ত এই জিজ্ঞাসাবাদ চলে।
জিজ্ঞাসাবাদের বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''একটি মামলার বিষয়ে তদন্ত কর্মকর্তারা জানতে এসেছেন। প্রকল্পটি যোগাযোগ মন্ত্রণালয়ের। আমি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য ছিলাম। সেখানে যা কিছু সিদ্ধান্ত হয়, সর্বসম্মতিতে হয়ে থাকে। বিষয়গুলো তদন্ত কর্মকর্তাদের বলেছি।''
জিজ্ঞাসাবাদ শেষে হারুনুর রশীদ সাংবাদিকদের বলেন, "মান্নান ভুঁইয়া সাহেব অসুস্থ। তাই ভৈরব সেতুর মামলার বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে বাসায় এসেছি। যেহেতু এসব বিষয় গোপনীয়- এ নিয়ে কিছু বলা যাবে না।''
ভৈরব সেতু দুর্নীতি মামলায় ইতিমধ্যে দুদক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ জোট সরকারের ১০ মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে কমিশনে চিঠি দিয়েছে। অন্যরা হলেন� আবদুল মান্নান ভুঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, নাজমুল হুদা, আলতাফ হোসেন চৌধুরী, আমিনুল হক, প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও এ কে এম মোশাররফ হোসেন।
এদের মধ্যে সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা কমিশনে গিয়ে তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন।
খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মাহবুবউদ্দিন খোকন রোববার দুদকের চিঠির জবাব পৌঁছে দেন কর্মকর্তাদের কাছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



