somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওডেস্ক (oDesk) টিপস্ এবং টিউটোরিয়াল

০৮ ই আগস্ট, ২০১২ বিকাল ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফ্রিল্যান্সিং করার জন্য সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য মার্কেটপ্লেস বা ওয়েবসাইট হচ্ছে ওডেস্ক (oDesk)। মুক্ত পেশা হিসেবে এখানে যে-কেউ সফল হতে পারেন। তবে অনেকেই মনে করেন ওডেস্কে কাজ পাওয়া অসম্ভব কঠিন একটা ব্যাপার। কিন্তু এটা মোটেই ঠিক নয়। সঠিক গাইডলাইন বা দিকনির্দেশনা পেলে আপনিও সফল হতে পারেন ওডেস্কে এবং হয়ে উঠতে পারেন একজন সফল ফ্রিল্যান্সার। তবে ফ্রিল্যান্স মার্কেটপ্লেস সাইটে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা ভালোভাবে না জানার কারণে অনেকে সফলভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন না। এ জন্য জানতে হবে ফ্রিল্যান্সিংয়ের সুবিধা-অসুবিধাসহ রেটিং, ডেডলাইট, সম্মানী বা পারিশ্রমিকের বিষয়টি। তাই নতুনদের জন্য ওডেস্ক এর বিভিন্ন খুটিনাটি বিষয় নিয়ে এই আলোচনাঃ

প্রোফাইল তৈরী

অনেক ফ্রিল্যান্সার (নতুন) আছেন যারা জব ক্যাটাগরি ইনটারেস্টে অনেকগুলো এরিয়া সিলেক্ট করেন। এটি করবেন না কারন এতে করে আপনার স্পেশালিটি বুঝা যায়না। আপনি যদি ডাটা এন্ট্রির কাজ করতে চান, তাহলে শুধু সেটি সিলেক্ট করুন। কেউ যদি ওয়েব সংশ্লিষ্ট কোন কাজ করতে চান, তাহলে শুধু সেটি সিলেক্ট করুন। Resume এ আপনার স্কিলগুলো লিখতে পারেন। মনে রাখবেন কোন স্কিলে ৫ এ ৫ তখনই দিবেন, যখন আপনি সেই বিষয়ে খুবই দক্ষ হবেন। তাছাড়া অন্য বিষয়গুলোও ফিলাপ করতে পারেন। ইংরেজি স্কিল (সেলফ এসেস্ট) এ অনেকে ৫ এ ৫ দিয়ে রাখেন। আপনি যদি আসলেই দক্ষ না হন, তবে এখানে ৩ দিবেন। এক্ষেত্রে ৪ কেও খুবই হাই কোয়ালিটি ধরা হয়। ওডেস্ক রেডি টেস্ট অবশ্যই দিবেন কারন এটি জরুরি। এটি খুবই সহজ একটি পরীক্ষা, যদি আপনি প্রশ্ন এবং এর সাথে দেওয়া লিঙ্ক গুলো ফলো করেন।রেডি টেস্ট ছাড়াও কমপক্ষে ৩ থেকে ৪ টি বিভিন্ন বিষয়ের উপর টেস্ট দিবেন। এতে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বাড়বে (টেস্টগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এতে ভালো পারফর্ম করাটা জরুরী)। লক্ষ্য রাখবেন, টাইটেলটা যেন খুব বেশি লম্বা না হয় এবং টাইটেলটা দিয়ে যেন আপনার মূল দক্ষতার দিকটা প্রকাশ পায়। চার থেকে দশ ওয়ার্ডের মধ্যে টাইটেল দিবেন। আপনার রেট কত হবে বা কত দিবেন সেটি নির্ভর করে আপনার স্কিলের উপর। নতুন হলে ৩ থেকে ৫ ডলার এর মধ্যে দিতে পারেন।

জব বিডিং

অনেকে আছেন যারা কাজ পাবার জন্য এমন লো বিড অফার করেন যে সেটিকে ফ্রিও বলা যায়। এটি করতে যাবেন না কখনও। কারন এতে আপনার উপর বায়ারের মনোভাব অন্য রকম হতে পারে (সব ক্ষেত্রে নয়, বিশেষ করে যারা কম বাজেটের বিড ছাড়েন)। অধিকাংশ ক্ষেত্রে বায়ার তার নির্দিষ্ট বাজেট জব পোস্টিংয়ে উল্লেখ করে থাকেন। এটি অবশ্যই খেয়াল করবেন। ফিক্স জবের ক্ষেত্রে বায়ারের টোটাল বাজেটের মোটামুটি ৬০% থেকে ৭০% আর আওয়ারলি জবের ক্ষেত্রে ডাটা এন্ট্রির জন্য $১.৫+, গ্রাফিক্স ডিজাইনের জন্য $২.৫+, ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্টের জন্য $৩+ এবং প্রোগ্রামিং এর জন্য $৫+ এ বিড করে শুরু করতে পারেন। অনেকে আছেন যারা জব পোস্টিং পুরোপুরি ভালোভাবে না পড়েই জবে এপ্লাই করে থাকেন। এটি খুবই খারাপ। কারন অনেক বায়ার আছেন, যারা কভার লেটার লেখার সময় বিশেষ কোন ওয়ার্ড বা লাইন, লেটারে কোন অংশে লিখতে বলেন। নতুবা তারা সেই এপ্লিকেশনটি অটোমেটিক রিজেক্ট করেন। তাই ঠিক মত জব পোস্টিং পুরোপুরি পড়ে তবেই এপ্লাই করবেন।

কভার লেটার

কভার লেটারের উপরও অনেক সময় নির্ভর করে আপনার জব পাওয়া বা না পাওয়া। তাই কোন জবে এপ্লাই করার সময় একটু সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে কভার লেটার লেখার চেষ্টা করবেন। যথা সম্ভব প্রফেশনাল ভাব মেইনটেন করুন। কখনোই আপনি বায়ারকে আপনার দোস্তের মত সম্ভাষন করবেন না। যদি সম্ভব হয় আপনি পয়েন্ট টু পয়েন্ট উত্তরের মত কভার লেটার লিখুন। সেই সাথে উল্লেখ করুন কাজটি কত সময়ের মধ্যে করতে পারবেন এবং সেই কাজের কোন পূর্ব অভিজ্ঞতা আপনার আছে কিনা। উদাহরনসরূপ একটা কভার লেটারের Sample নিচে দেওয়া হলোঃ
Hello,

I am capable of doing your job as I am skilled in graphics design, specially in Logo, Banner & Brochure Design. I have 2 years experience in Clipping Path, Image Masking, Image Retouching, Image Restoration, Color Correction and other Image Editing Services. I am confident and always assure best quality of services with fast turnaround time to client.

As a New Freelancer, My cost is low. I want to build up my career as a freelancer. So I hope that I give you my best if you trust me.

My qualifications meet your requirements criteria and I have experience in doing these types of jobs. So I'd really appreciate if you hand me over this job and let me show my quality.
I am 40hrs/week available & I look forward to hearing from you.
Thank you

টাইম টেবল

আপনার কাজের একটি নির্দিষ্ট সময় নির্ধারন করুন। যদি বায়ারের ইচ্ছে মত হয়, তাহলে অবশ্যই সেটি পালন করবেন। না হলে ফিডব্যাক খারাপ হবে। যদি একান্তই না পারেন। তাহলে সেটি বায়ারকে বলে তার সাথে আলোচনা করুন।

বায়ারের সাথে যোগাযোগ

অবশ্যই আপনি নিয়মিত ইমেইল চেক করবেন। সম্ভব হলে প্রতিটি চ্যাট টুলের একাউন্ট করুন। (জিটক, ইয়াহু, স্কাইপ, হটমেইল ইত্যাদি) বায়ারকে বলুন তিনি নিয়মিত চ্যাট এ আগ্রহী কিনা। হলে আপনি তার সাথে নিয়মিত যোগাযোগ রাখতে পারেন। এখানে উল্লেখ্য যে, অধিকাংশ বায়ারই স্কাইপে চ্যাট করা suitable মনে করে। সুতরাং স্কাইপে একাউন্ট করাই আপনার জন্য বেটার হবে।

পোর্টফোলিও

পোর্টফোলিও খুবই গুরুত্বপূর্ন একটা বিষয়। তবে খুব ভাল মানের না হলে সেটি না দেওয়াই ভাল। কারন আপনার পোর্টফোলিও যদি বায়ারের পছন্দ না হয় তাহলে কাজ পাবার চান্স কম।

স্কিল সেটিংস

আপনার যতগুলো স্কিল আছে তা লিখুন। কিন্তু মনে রাখবেন বেহুদা স্কিল দেবেন না। যেমন আপনি দিলেন পি এইচ পি এর স্কিল। কিন্তু কাজ করার পর দেখলেন পারলেন না, তাইলে আর বলার কিছু নাই।

জব প্লাটফরম নির্বাচন

যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ের উপর ভালো ধারনা থাকাটা জরুরী। যেমনঃ যদি ডাটা এন্ট্রির কাজ করতে চান তাহলে আগে থেকেই সেই বিষয়ে Practice করে নিন। ডাটা এন্ট্রির ক্ষেত্রে অফিস প্রোগ্রাম, বিশেষতঃ ওয়ার্ড ও এক্সেল এর উপর ভালো দক্ষতা থাকতে হবে। ফোরাম এ আর্টিকেল পোস্টিং এর কাজ যদি করতে চান তবে যতগুলো পারেন ভাল ভাল ফোরামে একাউন্ট করুন। এতে করে হুট করে ফোরাম ব্যবহারের ঝামেলাও হবেনা আর আগে থেকেই অনেক কিছু শিখে রাখতে পারবেন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর কাজ যদি ভালো জানা থাকে তবে এসইও র কাজও করতে পারেন (বিভিন্ন গ্রুপ ও ব্লগে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও এর উপর বিভিন্ন আর্টিকেল পাওয়া যায়। সেগুলো ফলো করেও অনেক কিছু শিখতে পারেন)। করতে পারেন ওয়েব রিসার্চ এর কাজও। এক্ষেত্রে গুগল এর উপরে কেউ নাই।

ইনটারনেট কানেকশন

ইনটারনেট কানেকশনটা অন্তত ঠিক রাখুন সবসময়। আমি অনেক কাজ মিস করেছি শুধুমাত্র নেটের কানেকশন সমস্যার কারনে। ধরুন স্কাইপিতে ইনটারভিউ দিচ্ছেন । হঠাৎ কানেকশন চলে গেল। এক্ষেত্রে কি হতে পারে তা সহজেই অনুমেয়। সুতরাং ভালো সার্ভিস দেয় এমন কানেকশন ব্যাবহার করুন।

বায়ারের সাথে রিলেশন

আপনি হয়তো একটি কাজ পেলেন এবং সাফল্যের সাথে শেষও করলেন। কিন্তু কাজ শেষ হলেই কি সবকিছু শেষ? অবশ্যই না। কাজ শেষে আপনার বায়ারকে ধন্যবাদসহ একটি সুন্দর মেইল দিবেন এবং সম্ভব হলে নিয়মিত ২/১ মাস পর পর আপনার লেটেস্ট স্কিল সম্পর্কে জানিয়ে উনার খোজ খবর নিয়ে সুন্দর করে মেইল করবেন।

ওডেস্ক এ প্রথম একটা কাজটা পাওয়াই ঝামেলা ।নতুন বলে অনেক বায়ার কাজ দিতে চান না। তাই আমি বলবো ওডেস্ক কে পেশাগত ভাবে নিতে চাইলে প্রথমে ৫-১০ ডলার এর কাজ বিড করুন যাতে ছোট কাজ দিতে বায়ার এর কোনো সংকয বোধ না হয়। তারপর কষ্ট করে কাজটি করুন, হয়ে গেলো ১ টি ফিডব্যাক। আর আপনি নতুন নন। এখন আপনি যে ধরনের কাজ পারেন ঠিক সেই ধরনের কাজই বিড করুন। যে কাজটি আপনি পারেন না বা কখনই করেন নি ভুলেও সেই ধরনের কাজ বিড করবেন না। কারণ বায়ার হায়ার করলে তখন বিপদে পড়ে যাবেন। এছাড়াও মনে রাখবেন একবার খারাপ ফিডব্যাক পেলে তখন কাজ পাওয়া খুবই ঝামেলা হবে। তাই যে কাজটি আপনি ভালো পারেন ঠিক সেই কাজটিই বিড করুন এবং কাজটি খুবই যত্ন সহকারে শেষ করে বায়ারকে দিয়ে দিন। সবসময় বায়ার এর সাথে ভালো সম্পর্ক রাখবেন তাহলে উক্ত বায়ার এর যখন পুনরায় কাজের দরকার হবে তখন আপনাকেই সে হায়ার করবে।

ওডেস্ক এর মাধ্যমে উপরে উঠা খুবই সহজ কারণ আপনি যদি ভালো ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কাজ পরেন তাহলে তো আর কথাই নেই। আপনার বড় হওয়া ঠেকায় কে? প্রথম অবস্থায় হয়তোবা কাজ পেতে দেরি হবে কিন্তু ১-২ টি কাজ শেষ করলেই দেখবেন কাজ করে শেষ করতে পারবেন না। তখন লোক নিয়ে কাজ করাতে হবে। তাই নিজের উপর সবসময় আস্থা রাখবেন। একটা কথা মনে রাখবেন, সবাই পারছে আমিও পারবো।
সবশেষে বলবো, নিয়ম মেনে ধৈর্য্য সহকারে পরিশ্রম করে যান। আশা করি আপনিও সফল হবেন ওডেস্কে।



সংযুক্তিঃ
(নতুনদের জন্য- যাদের কাজ শেখার আগ্রহ আছে, আছে সত্যিকারের কাজ শিখে টাকা আয় করার মানসিকতা, তাদের জন্য লাল-সবুজ আইটি চালু করেছে অনলাইন আর্নিং-ওডেস্ক এর উপর বিশেষ প্রশিক্ষণ কোর্স। তাছাড়াও এখানে মাইক্রোসফট অফিস, ইন্টারনেট, এইচটিএমএল ও ওয়েব ডিজাইন এর উপর পৃথক পৃথক কোর্সও চালু আছে। LALSOBUJ IT পরিবারের সদস্য হিসাবে আমরা আপনাকে পেতে চাই। আশা করছি আপনি আমাদের আহ্বানে সাড়া দিবেন এবং কর্মমুখী কিছু শিখবেন যা ভবিষ্যতে আপনার কাজে আসবে)
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হুজুররা প্রেমিক হলে বাংলাদেশ বদলে যাবে

লিখেছেন মিশু মিলন, ০১ লা মে, ২০২৪ রাত ৯:২০



তখন প্রথম বর্ষের ছাত্র। আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের আরেক বন্ধুর জন্মদিনের উপহার কিনতে গেছি মৌচাক মার্কেটের পিছনে, আনারকলি মার্কেটের সামনের ক্রাফটের দোকানগুলোতে। একটা নারীর ভাস্কর্য দেখে আমার... ...বাকিটুকু পড়ুন

ইসলামের বিধান হতে হলে কোন কথা হাদিসে থাকতেই হবে এটা জরুরী না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা মে, ২০২৪ রাত ১০:৫৫



সূরাঃ ৫ মায়িদাহ, ৩ নং আয়াতের অনুবাদ-
৩। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত, রক্ত, শূকরমাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে যবেহকৃত পশু, আর শ্বাসরোধে মৃত জন্তু, প্রহারে মৃত... ...বাকিটুকু পড়ুন

লবণ্যময়ী হাসি দিয়ে ভাইরাল হওয়া পিয়া জান্নাতুল কে নিয়ে কিছু কথা

লিখেছেন সম্রাট সাদ্দাম, ০২ রা মে, ২০২৪ রাত ১:৫৪

ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়িয়ে কয়েকদিন আগে মুচকি হাসি দিয়ে রাতারাতি ভাইরাল হয়েছিল শোবিজ অঙ্গনে আলোচিত মুখ পিয়া জান্নাতুল। যিনি একাধারে একজন আইনজীবি, অভিনেত্রী, মডেল ও একজন মা।



মুচকি হাসি ভাইরাল... ...বাকিটুকু পড়ুন

জীবন চলবেই ... কারো জন্য থেমে থাকবে না

লিখেছেন অপু তানভীর, ০২ রা মে, ২০২৪ সকাল ১০:০৪



নাইমদের বাসার ঠিক সামনেই ছিল দোকানটা । দোকানের মাথার উপরে একটা সাইনবোর্ডে লেখা থাকতও ওয়ান টু নাইন্টি নাইন সপ ! তবে মূলত সেটা ছিল একটা ডিপার্টমেন্টাল স্টোর। প্রায়ই... ...বাকিটুকু পড়ুন

দেশ এগিয়ে যাচ্ছে; ভাবতে ভালই লাগে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা মে, ২০২৪ দুপুর ১:০৩


বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল নেতিবাচক। একই বছরে পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল প্রায় ১ শতাংশ। ১৯৭৩ সালে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নের প্রবৃদ্ধি ছিল ৭... ...বাকিটুকু পড়ুন

×