বেশ তবে এইবার ফিরে যাওয়া যাক।
যা কিছু অকাট্য ছিল সেইসব চুলচেরা যুক্তির বাঁক
সপাট পেছনে ফেলে, চল ধীরে সামনে এগোই।
পড়ে থাক মানসাঙ্ক, যোগ-শোক, এলামেলো টেবিলের বই।
যে হিসেব মিলবেনা, টানা হেঁচড়া করে তাকে কতটুকু লাভ?
আমাদের বড় বেশী বেভুল স্বভাব।
পুণ্যজল ছুঁতে চেয়ে, অচ্ছুত হরিজন ফের
নিরেট মাথায় নিলে পরিমাপ- যোগ বিয়োগের।
ক্যালকুলাস ফাংশনে ক্রমে যাবে শূন্যের দিকে।
পথিক এপাশে নয়, চিনে নাও ঠিক গৃহটিকে।
যেখানে দাঁড়ালে তুমি আকাশের মুক্ত ছোঁয়া পাবে;
বাতাসের সোঁদা ঘ্রাণ সারা গায়ে স্বস্তির পালক বুলাবে।
পথিক এবার তবে ঘ্রাণ নাও চেনা সাগরের।
নিজের অস্তিত্ব থেকে তুলে নাও অপেক্ষার জের।
যেখানে যেটুকু ছিল কালকূট, বিষ নিঃশ্বাস-
বিদায়ের হাত তোল তার দিকে, প্রসন্ন- সহাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


