এসব চলিত কথা আজ খুব বুকে বিঁধে আছে
ভেসে যাচ্ছি অনাদরে, ভেসে আছি সময়ের কাছে
যেমন বিবশ রোদ, খুব ছুঁয়ে গেল আঙিনায়
তোমার না বলা কথা আমাকেও তেমন ভাসায়
যেসব কথারা ছিল চুপচাপ নির্লিপ্তির ঘোরে
তাদের স্তূপ কেউ ছুঁয়ে দিলে কাঠির আদরে
তুমুল মেলানকলি বিস্ফোরণে হবে ছত্রখান
শুনে রাখো কথাকলি- শুনে রাখো সমুদ্রের গান
জেগে আছি নীল রাত্রি, একা এই সময়ের ভ্রূণে
অহরাত্রি পুড়ে যাচ্ছি- আঙিনায় ঘাসের আগুনে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


