আমি বড্ড সরল দাদা, বুঝিনা কিচ্ছুটি
কে মেখেছে গন্ধ তৈল, কে বেঁধেছে ঝুঁটি
কারা করে ফিলিস্তিনে অস্ত্রের রংবাজী
কারা কখন ধসায় 'যুগল স্থাপনা'র খুঁটি
কে লুকালো পাঠানভূমে, কে গেল তার খোঁজে?
শ্যাম চাচা কার ছবি ছাপান, নিত্য নতুন পোজে
বড্ড সরল মানুষ আমি ঘুলিয়ে যায় মাথা
একের জন্য লক্ষ কোটি- মারছে কি সহজে!!
কে যে লাদেন বানায় বাপু কেইবা তাকে মারে
বুঝতে চাইলে ন্যাড়ার মাথা ব্যারাম করে ছাড়ে
তোমার দেশে আছে জানি অতি সূক্ষ্ম বোমা
জলদি দেখাও, নইলে হুঁহুঁ রদ্দা দেবো ঘাড়ে
আসেন চাচা কফি আনান, গপ্পসপ্প করি
সাদ্দাম কি চা'রদাম চায়? লন বেটাকে ধরি
মানুষ খুবই মূল্যবিহীন, দাম আছে যা তেলের
আয় ব্লেয়ার, টিম প্লেয়ার, হাত রেখে হাত লড়ি
একটা গেছে শোনেন এবার আর এক 'ইরু' পাজী
বড়দাদাকেও ভয় করেনা, ঠান্ডা মাথার 'নাজী'
ঐ বাড়িতে থাকে আমার ছোট্ট 'ইজরু' সোনা
তারেও কেমন মাইরটা দিল!! ধরি চলেন আজই
রোখকে সোনা, ঐখানে না, বুইঝা দিয়োতো পা
ঐ বেটা তো শামসু পাগল, চেতলে বলে কোপা
মগজ ঘামাই চল, হবে বুদ্ধি দিয়া ঘায়েল। আমি
হ্যাট লাগাচ্ছি মাথায়- তুমি কইষা বাঁধো খোপা
একখান সিনেমা বানাইয়া ছাইড়া দিমু 'নেটে'
ওদের নাকি মগজে না, বুদ্ধি ধরে পেটে
লাফঝাপ আর ভাঙচুড়ের যেই আন্দোলন উঠিবে
আরেক লাদেন তৈরি হবে, গোপনে সিঁধ কেটে
আমি বড্ড সরল দাদা, বুঝিনা প্যাঁচঘোজ
নয়া লাদেন!! মাথায় দেবেন, নাকি দেবেন ভোজ?
মারব কিন্তু, পাঁঠা, বিলাই- মাথাতে গ্যাস নাই?
ট্রাম্পকার্ড তো ছাড়বে সেই। তারপর- 'গড নোজ'
আহা লাদেন, মিষ্টি লাদেন, জ্বেহাদী জোস মেখে
আবার কিছু ধ্বসিয়ে দে, এই স্মৃতিপাড় রেখে
কিন্তু দাদা, লাদেন যদি আর না আসে কোন?
আসবে কিরে, সত্যি পাঁঠা! লাদেন তো আজ তৈরি
হবে। এই বিষাক্ত ল্যাবরেটরির তীর্থবলয় থেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


