কাজল থেকে কালি, স্বপ্ন থেকে ভোর, কষ্ট থেকে ঝড়
এবার তবে সাজিয়ে নাও কথার খেলাঘর
পাথর থেকে প্রেম, দুঃখ থেকে জল, কান্না থেকে নদী
নিজের থেকে ফিরিয়ে নাও নিজস্ব সংহতি
কাগজ থেকে রঙ, চোখের থেকে রোদ, ফাগুন থেকে হাওয়া
এই উচাটন মেঘলা দুপুর, একলা চলে যাওয়া
ঘাসের থেকে, নদীর থেকে, মাটির থেকে- দূরে
কেউ জানেনা কতটা পথ জীবন খুঁড়ে খুঁড়ে
আনবে তুলে শোকের থেকে বিপন্ন সব স্রোত
আনবে তুলে অস্থিরতার উপচানো পারদ
মগ্নতার এক গলির থেকে মোমের মত হেঁটে
বেরোলো সুখ আত্মা থেকে নাড়ির বাঁধন কেটে
মৌনতার এক ছায়ায় ঢাকা গহীন বনপথে
কথার নদী মিলিয়ে গেল অনন্ত অক্ষ-তে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


