একটু পরে আর্জেন্টিনার খেলা হবে গ্রীসের সাথে। স্বাভাবিকভাবেই আশা করি আর্জেন্টনা জিতবে।
কিন্তু এর জন্য ব্লগে যে পরিমান পোস্টের বন্যা বয়ে যাচ্ছে তা' দেখে একটু অবাকই হচ্ছি। পোস্টগুলো যদি পরিপূর্ণ লেখাও হতো তাহলেও কোন কথা ছিলোনা। একটু আগে একটা পোস্ট দেখলাম শুধু একটা কাল্পনিক রেজাল্ট দিয়ে। আর কোন লেখা তাতে নেই।
পোস্টটা দেখে ব্যেয়াফুক মজা পাইলাম। ভাবলাম আমিও একটা পোস্ট দেই। আমার আর কি দোষ?
কিছু কিছু পোস্টের নীচে কমেন্টগুলো যেন আরও বিনোদনমুলক। যেমন কেউ হয়তো কইলো, ব্রাজিল খেলতেই জানেনা। আবার কেউ হয়তো বলে বসলো যারা ফুটবল বোঝেনা শুধু তারাই আর্জেন্টিনা সাপোর্ট করে।
আমিও বোধহয় কিছুই বুঝিনা। তাই ব্রাজিলের সাপোর্টার হয়েও আর্জেন্টিনা'র খেলা দেখতে যাচ্ছি। এর মধ্যেও অনেকে বিনোদন খুজে পাবে। ভাববে, আমি হয়তো আর্জেন্টিনার হারের প্রত্যাশায় খেলা দেখতে যাচ্ছি। সত্যিই হয়তো তাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




