১। যে মারা যায় সে?
২। বাস চালক?
৩। বাস চালককে সঠিক ভাবে নির্দেশনা দিতে পারে নাই দেখে হেলপার?
৪। ট্রাফিক পুলিশ?
৫। পুলিশ প্রশাসন?
৬। নৌ-মন্ত্রী?
যার মারা যায় সে বুঝে, আর ১ জনের ভুল বা ওপরে উল্লেখ করা ৬ জনের জন্য ভুলের কারনে একটি মায়ের বুক খালি হলো, এতো গুলো গাড়ী ভাংচুর হলো যারা উপরের ৬টি পয়েন্টের সাথে যুক্ত না, এতো গুলা ছাত্র-ছাত্রী মাঠে নামলো, অনেককে পুলিশ ধরলো...
এর সমাধান কি? কাকে দোষ দিচ্ছেন আপনি? আমার মতে উপরে ১ থেকে ৬ এর মধ্যে উলটা হিসেবে ৬ থেকে ১ পর্যন্ত সবাই দোষী...
নৌ-মন্ত্রীর কথা অনুযায়ী মূর্খ্য কে লাইসেন্স দেয়া--> পুলিশ প্রশাসন রাস্তা দিয়ে কাউকে পারাপার হতে বাধা দেয়ার জন্য আই না করা --> ট্রাফিক পুলিশ ঘন্টার পর ঘন্টা এক দিক আটকিয়ে রেখে বাস চালকদের মাথা ঘরম করে দিয়ে তারাহুরা করতে ভাধ্য করা--> হেলপার সঠিক দিক-নির্দেশনা পালন না করায়-->ড্রাইভার বেশি ট্রিপ মারার ধান্ধায় থাকায় --> যে মারা যায়, একটু সবুর করে রাস্তা পার না হয় দৌড় দিয়ে রাস্তা পার হোয়ায়। এখানে সবাই দোষী...
সাথে দোষী আমরা সবাই, কেন এর জোড় প্রতিবাদ করি না। দেশকে স্বাধীন করে ফেলতে পেরেছি, আর এই সমস্যার সমাধান করতে পারবো না?
কয়েকশ গাড়ী না ভেঙ্গে, যার গাড়ীতে এক্সিডেন্ট হয়েছে তা ভাঙ্গুন। এমনও হতে পারে এমন কারো গাড়ী ভাংলেন যে এর সাথে জড়িত না কিন্তু আপনার আঘাতে তার শখে গাড়ী ভেংগে গেলো, সে আহত হলো, সে মারাও যেতে পারতো... আর সব থেকে ভাল হয় গাড়ী না ভেংগে ড্রাইভারকে ধরুন।
কাউকে কষ্ট দিয়ে থাকলে দুঃখিত। আর কত?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




