আমি হয়ত মানুষ নই
মানুষ গুলো অন্যরকম..
হাটতে পারে ,বসতে পারে, এঘর থেকে ,ওঘরে যায়।
মানুষ গুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।
আমি হয়ত মানুষ নই,সারাটাদিন দাড়িয়ে থাকি, গাছের মতন দাড়িয়ে থাকি। সাপে কাটলে টের পাইনা,সিনেমা দেখে গান গাই না।
অনেকদিন বরফ মাখা জল খাই না।কি করে তাও বেঁচে থাকছি..
কবিতার কবির নামটা মনে নেই, তবে অনেকদিন আগে পড়েছিলাম।
আজকে সারাদিন এই কবিতাটাই মনে হচ্ছে।যদিও কবিতার সাথে আমার নিজের কোন মিল নেই। তবুও মনে হচ্ছে।কারণ আজকাল মানুষগুলো, আমাকে আর মানুষ ভাবতে চায় না। মানুষ গুলোর বড্ড বেশী কৃপনতা আমার চাওয়া পাওয়া নিয়ে।
তবে ভালই লাগছে, তাদের কৃপনতার ভারে যদি মানুষ রুপী গাছ হতে পারি, ভালই হবে। যতই বয়স হচ্ছে একটা জিনিস খুব ভাল করে বুঝতে পারছি, যদি সবসময় দিতে পারা যায়, কোন কিছু চাওয়ার বদলে তাহলে কষ্টের ভার অনেক কমে যায়। মানুষ স্বার্থপর হলে যেমন সুখ পায়, তেমনি সেই সুখ কারো সাথে না বাটার কষ্টটাও অত্যাধিক। আমরা সেই জন্য ই
বোধ হয় সামাজিক জীব হিসাবে পরিচিত।
আচ্ছা অনেক হাবিজাবি লিখলাম।
ভাল থাকবেন সবাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



