ধর্ম নিয়ে বেশ কয়েকটা পোস্ট দেখলাম.. । অনেকে অনেক ভাল ভাল কথা বলেছেন, অনেকে মিল দেখাতে চেয়েছেন। ধর্ম সচেতন সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। কিন্তু ধর্ম জিনিস টা কিসের জন্য এসেছে? আমি নির্দিষ্ট কোন ধর্মের কথা উল্লেখ করে বলছি না। আচ্ছা বলেন তো আমাকে এমন কোন ধর্মগ্রন্থ আছে যেখানে লেখা রয়েছে - " মিথ্যা বলা ভাল, চুরি করা উচিত, গুরুজনদের সন্মান করা ঠিক না, নিরপরাধ মানুষকে শাস্তি দাও " !!!!
সব ধর্মে তো সব ভাল ভাল কথা, ভাল ভাল কাজ করার কথাই বলা রয়েছে। তো দেখা যাচেছ যাতে মানুষের কল্যান সাধন হয় , সবার ভাল হয়, মঙ্গল হয় মূলত: সেটাই ধর্ম । আমার মতে সব ধর্মই মানুষের ভলোর জন্যই করা হয়েছে কিন্তু আমরা নিজেরাই সেটা সঠিকভাবে পালন করতে পারিনা, চর্চা করি না, বেশির ভাগ মানুষ চর্চা করার চেষ্টাও করি না । আমরা আসল কাজটা না করে , আসল কাজটার আশপাশ দিয়ে ঘুরাঘুরি করি। আর সেজন্যই আজ নানান সমস্যা আমাদের সমাজের চারপাশে।
আর কেউ কেউ আছেন হুজুকে মাতেন, নিজে পুরা না জেনেই শুরু করে দেন।
আমি এখানে এ ব্লগের সবাইকে বলছি আপনি যে ধর্মেরই হন কেন আপনি আপনার নিজ ধর্ম সঠিকভাবে পালন করুন আপনি একজন ভাল,সুন্দর মনের মানুষ হতে পারবেন এবং আপনার জীবনে কোন সমস্যা থাকবে না।
তাই বলছি ভাই আসুন আমরা আগে আমাদের নিজের ধর্মকেই সঠিকভাবে পড়ি, জানি। তারপর অন্য ধর্মগ্রন্থ্ পঢ়ড়। তখন দেখবেন অন্যান্য ধর্মগ্রন্থ গুলোতে একই কথা বিভিন্নভাবে বলা রয়েছে।
মূল কথা একটাই ভাল, কল্যান, মঙ্গল। সবাই ভাল থাকবেন। ধন্যবাদ সবাইকে .....
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৭ দুপুর ১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



