The Millennium-trilogy "The Girl With The Dragon Tattoo", "The Girl Who Played With Fire" এবং "The Girl Who Kicked the Hornets' Nest" সুইডিস অনুসন্ধানি জার্নালিস্ট Stieg Larsson এর এই তিনটি বেস্টসেলার নিয়ে। উপন্যাস তিনটি প্রকাশিত হয় যথাক্রমে ২০০৫, ২০০৬ এবং ২০০৭ সালে। উপন্যাসগুলোর জনপ্রিয়তা দেখে এগুলো চিত্রায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সুইডেনে ২০০৮ সালে এই ট্রিলজির চিত্রায়ন শুরু হয় এবং ২০০৯ সালে একই নামে এগুলোর চিত্রায়ন শেষ হয়। এর সুইডিস ভার্সনে Michael Blomkvist চরিত্রে অভিনয় করেন অভিনেতা Michael Nyqvist এবং Lisbeth Salander চরিত্রে অভিনয় করেন Noomi Rapace। বই এবং একইসাথে সিনেমাগুলোর সাফল্য দেখে হলিউডেও এগুলোর চিত্রায়ন হতে খুব বেশি দেরি হয়নি। ট্রিলজির প্রথমটি ২০১১ সালের ডিসেম্বরে হলিউডে রিলিজ হয়। দ্বিতীয়টি রিলিজ হবে ২০১৩ সালে।
The Girl With The Dragon Tattoo
ইউরোপিয়ান বক্স অফিসে ঝড় তোলা এই সুইডিস ছবিটি দেখে ফেললে, আমার এই রিভিউ লেখাটাকে আপনার কাছে বোকামি বলে মনে হবে। এর প্রধান চরিত্র লিসবেথ স্যালেন্ডার ফ্ল্যাট চেস্টেড, স্পাইকি চুল, পাঙ্ক পোশাক-আশাকের, কালো লিপস্টিক লাগানো, নিয়মনীতির তোয়াক্কা না করা এক ২৮ বছরের এক সুইডিস মেয়ে। চরিত্রটিতে অভিনয় করা নোমি রেপেচকে আমার কেরা নাইটলির সাথে পাল্লা দেয়ার মত মনে হয়েছে, আর লিসবেথ চরিত্রটি জেসন বোর্ন-এর সাথে।
স্টোরিলাইন:
মাইকেল ব্লুম্কভিস্ট নামের এক বিতর্কিত জার্নালিস্টকে ভাড়া করেন একজন বয়স্ক শিল্পপতি, হেনরিক ভ্যাঙ্গার ৪০ বছর আগে রিমোট এক দ্বীপে তার ১৬ বছর বয়সি ভাতিজি হ্যারিয়েটের নিখোঁজ হওয়া তদন্ত করার জন্য। হেনরিক মনে করেন যে, তার বিশাল এবং বিপদজনক পরিবারের কেউ একজন হ্যারিয়েটকে খুন করেছে। তিনি চান ব্লুম্কভিস্ট খুনিকে খুঁজে বের করুক। লিসবেথ একজন তরুন রিসার্চার এবং কম্পিউটার হ্যাকার, যে ব্লুম্কভিস্টকে তার তদন্তের কাজে সাহায্য করে। কাজ করতে গিয়ে লিসবেথ ব্লুম্কভিস্টের প্রেমে পড়ে যায় যদিও ব্যাপারটি তার চরিত্রবিরোধী। লিসবেথের অসামাজিকতার জন্য তার Asperger Syndrome (এক বিশেষ ধরনের অটিজম) আছে বলে মনে করে ব্লুম্কভিস্ট।
ছবিটি প্রায় আড়াই ঘন্টার মত দীর্ঘ্ হলেও এতটাই টানটান যে একবারও না উঠেই দেখে শেষ করেছি। মেনে নেয়া কষ্টকর, টর্চার ও ধর্ষনের দৃশ্যগুলোই যা একটু স্লো মনে হয়েছে। সাপোর্টিং চরিত্রগুলো খুব একটা মনে রাখার মত না। তবে নোমি রেপেচের অভিনয় আপনাকে লিসবেথ স্যালেন্ডারকে ভুলতে দেবেনা।
ডাউনলোড
ছবিটি যারা দেখেননি তারা ডাউনলোড করুন এবং দেখে ফেলুন। আমি টরেন্ট লিঙ্ক দিচ্ছি । যারা IDM দিয়ে নামাতে চান তারা http://www.zbigz.com সাইটে টরেন্ট লিংকটি দিয়ে ডাইরেক্ট (রিজিউম সাপোর্টেড) ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড
এরকম দুর্বল রিভিউ লেখার জন্য ক্ষমাপ্রার্থী। আগামিকাল থাকবে ট্রিলজির দ্বিতীয় ছবি "The Girl Who Played With Fire" নিয়ে পোস্ট।
তথ্যসূত্র: http://www.time.com, http://www.stieglarsson.com এবং উইকিপিডিয়া।
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



