'''দেশের সব যুদ্ধাপরাধীর বিচার করে আমরা জাতিকে বিভক্ত করতে চায়না। কারণ সবার বিচার করা সময় সাপেক্ষের ব্যাপার।সেজন্য কেবল চিহ্নিত যুদ্ধাপরীধের বিচার করা হবে। ....তিনি আরো বলেন শুধু চিহ্নিত যুদ্ধাপরাধীদেরই বিচার করা হবে।ইতিমধ্যে নিজামী মুজাহিদ সাঈদী কামরুজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।এ তালিকা আরেকটু বড় হতে পারে''''
যুদ্ধাপরীধের বিচার নিয়ে বটতলার উকিল খ্যাত আইন প্রতিমন্ত্রীর গতকালকের বক্তব্য।
দেশের সব যুদ্ধাপরাধীর বিচার করে আমরা জাতিকে বিভক্ত করতে চায়না। কারণ সবার বিচার করা সময় সাপেক্ষের ব্যাপার। সেজন্য কেবল চিহ্নিত যুদ্ধাপরীধের বিচার করা হবে।
১..সময়ের দোহাই
২ জাতিকে বিভক্ত না করার মূলা।
আওয়ামীলীগের ভাষ্যমতে নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার জন্য তরুন প্রজম্মকে প্রায় ধন্যবাদ দেওয়া হয় বলা হয় তরুন প্রজম্ম যুদ্ধাপরাধের বিচারের জন্যই আওয়ামী লীগের দিন বদলে এগিয়ে এসে ব্যালট ভোক্স ভরিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন শুধু চিহ্নিত যুদ্ধাপরাধীদেরই বিচার করা হবে।ইতিমধ্যে নিজামী মুজাহিদ সাঈদী কামরুজ্জামান ও কাদের মোল্লাকে গ্রেফতার করা হয়েছে।এ তালিকা আরেকটু বড় হতে পারে''''
১চিহ্নিত যুদ্ধাপরাধীদেরই
আরেকটু
চিহ্নিত যুদ্ধাপরাধী কি শুধু জামাতেই আছে?আওয়ামীলীগ বিএপিকে কি নেই?সাকাচৌধুরী,হাসিনার বেয়াই কি চিহ্নিত যুদ্ধাপরাধী নয়?
আরেকু বড় মানে জামায়াতের কয়েকজন?এই কয়েকজন যুদ্ধাপরাধীর বিচার করতে কোটি কোটি টাকার বাজেট?
সময়ের দোহাই দিয়ে} জাতিকে বিভক্ত না করার মূলা }থেকে চিহ্নিত যুদ্ধাপরাধী{আরেকটু =রাজনৈতিক কঠিন প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে জামায়াতকে আওয়ামীলীগ ।বিএনপির বড় শক্তি জামায়াত।আর জামায়াতকে দূর্বল করা মানেই বিএনপির কোমর আরো ভেঙে দেওয়া এমন ভাবতে শুরু করেছে আওয়ামীলীগ।
যুদ্ধাপরাধীরে বিচারের নামে রাজনৈতিক ফায়দা লুটতেই কি এতই আয়োজন?২০০১ এর পরিণতি আওয়ামীলীগ ভুলে গেছে এতই সহজে?
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১০ রাত ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



