পাঁচজন মেম্বরের মধ্যবিত্ত সংসার খুব ভালই চলছিল আমাদের, আমরা তিন ভাই, আমার বড় ভাইয়ের পছন্দমত এক মেয়ের সাথে তাকে বিয়ে দিলাম, যদিও এ বিয়েতে আমাদের পরিবারের অন্য সকলের আপত্তি ছিল তারপরও যেহেতু বড় ভাইয়ের পছন্দ।
বিয়ের পর থেকেই আমার বড় ভাইয়ের দাম্পত্ব জীবন মোটেই ভাল যাচ্ছিল না, শুরু থেকেই বিভিন্ন কারনে ভাবীর সাথে আমার বড় ভাইয়ের অমিল, তাদের আট বছরের দাম্পত্ব জীবনে একটি বাচ্চা, অর্থাৎ আমার একটি ভাতিজা আছে। যাকে আমরা খুব ভালবাসি, আমার ভাবী তার মায়ের কাছে থাকে , সাথে আমার ভাতিজাও, সে দুরে থাকায় আমরা খুব কষ্ট ভাই, আমারা চাই যে ভাবী ভাতিজাসহ আমাদের বাড়িতে থাকুক, কিন্তু সে থাকে না।
গত কিছুদিন আগে আমার ভাবী বড় ভাইকে ডিভোর্স লিটার পাঠিয়ে দিছে,
এখন দুজন আলাদা থাকে, আমার বড় ভাইসহ আমরা আমাদের ভাতিজাকে প্রচন্ড ভালোবাসি, তাই যে কোন মূল্যে আমরা তাকে কাছে পেতে চাই, আমার বড় ভাই ভাতিজাকে আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমাদের ইচ্ছা আমরা তাকে আর দিব না, শুনেছি তাকে আনার পর আমার ভাবী থানায় একটি জিডি করেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যদি তারা কোন মামলা করে সে ক্ষেত্রে এর সমাধান কি হতে পারে ?।
এবং আমার বড় ভাই তার ছেলেকে ও আমরা আমাদের ভাতিজাকে আইনি ভাবে কি পেতে পারি ? (আমার ভাতিজার বয়স ৩ বছর ৮ মাস)। আমাদের কাছে থাকতে তার কোন সমস্যা হচ্ছে না, একটি বারের জন্যও সে তার আম্মুর কথা বলছে না।
আমিসহ আমদের পরিবারের সকলের ইচ্ছা যে আমরা বড় ভাইকে খুব তাড়াতাড়ি একটা বিয়ে দিব, সে ক্ষেত্রে কি ভাতিজাকে পেতে কোন সমস্যা হবে কি ? আইনি কোন জটিলতা আছে কি ?।
বিঃ দ্রঃ আমার জানামতে এখানে ভাল মানের এ্যাডভোকেটসহ আইনি পরিপক্ক লোক আছে, তারা আমাকে আইনি পরামর্শ দিয়ে সাহায্য করবেন এটুকু আমি আশাবাদী, আরও কোন কিছু জানার থাকলে পোস্ট দিবেন, উত্তর দিব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



